মিনারের রংতুলিতে ‘নিরাপদ সড়ক চাই’

মিনার রহমান/ ছবি: সাজ্জাদ হোসেনসংগীতশিল্পী মিনার রহমানের প্রথম পরিচিতি তিনি একজন কার্টুনিস্ট। যদিও গানের জনপ্রিয়তায় সেই পরিচয় এখন চাপা পড়েছে প্রায়।

তিনিও সংগীত ব্যস্ততার কারণে গিটার ছেড়ে আগের মতো আর রং-তুলি নিয়ে বসতে পারেন না আঁকার ক্যানভাসে।
তবু দেশের অন্যতম রম্য ম্যাগাজিন ‘উন্মাদ’-এর সঙ্গে তার সম্পর্ক রয়েছে এখনও। বাংলা ট্রিবিউন-এর গেল জন্মদিনের বিশেষ সংখ্যার জন্যও তিনি এঁকেছেন। ছবির মাধ্যমে তুলে ধরেছেন নিজের প্রিয় কিছু গানের গল্প।
এদিকে নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনেও তিনি চুপ নেই। ব্যানার হাতে রাজপথে না নামলেও, গিটার হাতে নতুন কোনও গান না বাঁধলেও, সংহতি জানিয়েছেন একটু অন্যভাবে।
এঁকেছেন একটি বিশেষ ছবি। ‘নিরাপদ সড়ক চাই’ নামের এ ছবিটিতে তিনি তুলে ধরেছেন রাজপথের চলমান আন্দোলন এবং সম্প্রতি একসঙ্গে বাসচাপায় নিহত হওয়া দুই শিক্ষার্থীর প্রতীকী ছবি।
মিনার জানান, ছবিটি আজই (২ আগস্ট) এঁকেছেন এবং শেয়ার দিয়েছেন নিজের ফেসবুক দেয়ালে।
মিনারের আঁকা ছবিটি