ইউটিউবে জয় এক মাসে আয় করেছিলেন দেড় লাখ

জয়‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠান দিয়ে তুমুল আলোচনায় আছেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শুধু টিভি পর্দাতেই নয়। অনুষ্ঠানের আগে পরের অনেক ঘটনা ইউটিউবে প্রকাশ করেও ভিডিও শেয়ারিংয়ের এ সাইটটিতে তিনি জনপ্রিয়।
আর এ কারণে বেশ ভালো আয়ও হয় তার। একবার তো এক মাসে এই তারকা দেড় লাখ টাকা পকেটে পুরেছিলেন। এছাড়াও প্রতিমাসের হিসাবটাও মন্দ নয়।

ঘটনাটি পুরোপুরি সত্যি বলে বলে জানালেন তিনি। আর এটি জানিয়েছেন ‘ইউটিউবার্স’ নামে ঈদের জন্য নির্মিতব্য অনুষ্ঠানে এসে। ইউটিউবের মাধ্যমে সাম্প্রতিক পরিচিতি পাওয়া কিংবা ইউটিউব তারকার খেতাব পাওয়া শিল্পীদের নিয়ে মাছরাঙা টেলিভিশন এ অনুষ্ঠানটি নির্মাণ করেছে।

সেখানেই তথ্যটি জানান জয়। পাশাপাশি নতুন এ অনুষ্ঠানটি উপস্থাপনাও করেছেন তিনি।

এতে আরও অংশ নিয়েছেন দুই যমজ ভাই সৌমিক আহমেদ ও সৌভিক আহমেদ। যারা ইউটিউবার্স হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। আছেন ‘অপরাধী’ গানের কাভার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসা টুম্পা খান ও ‘টুনির মা’র ভিডিও বের করে ভাইরাল হওয়া তুফানি আফাও (রুমকী)।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও পরিকল্পনায় ‘ইউটিউবার্স’ প্রযোজনা করেছেন এস এম হুমায়ূন কবীর। 
মাছরাঙা টিভি জানায়, ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮টায় অনুষ্ঠানটি প্রচার করবে তারা।