নিশো-তিশা দম্পতি এবং একটি চিঠি

বিয়ের দুই বছর পর হঠাৎ লতার বাসায় তার প্রাক্তন প্রেমিক নয়ন এসে উপস্থিত। তখনই বাসায় আসে লতার স্বামী আনিস। এরপর শুরু হয় তাদের মধ্যে দাম্পত্য কলহ।
এটি এমন জায়গায় গিয়ে উপস্থিত হয় যে, তাদের সংসারটাই আর টিকবে না। তখন হঠাৎ লতার মনে  হলো, কেন এসেছিল পুরনো ভালবাসাটা তার কাছে? তার সঙ্গে একদিন দেখা করে আনিসের সঙ্গে বসবে সে। লতা নয়নের বাসায় উপস্থিত হয়। ঠিক তখনই জানতে পারে, নয়ন তিন দিন আগে মারা গেছে। আর লতার জন্য একটা চিঠি রেখে গেছে, বাড়ি ফিরে লতা আনিসকে চিঠিটা দেয়।
এটি হচ্ছে ঈদের একটি নাটকের গল্প। এর নাম ‌‘বিশ্বাস’। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা।
নাটকটি নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান গ্লোব মাল্টিমিডিয়া। এটি ঈদ আয়োজনে দেশ টিভিতে প্রচার হবে।
গ্লোব মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, ঈদ আয়োজনে তারা মোট ৩০টি নাটক নির্মাণ করেছে। এর মধ্যে বাংলাভিশনে ৭টি, এটিএন বাংলায় ১০টি, চ্যানেল নাইনে ৬টি ও দেশ টিভিতে ৭টি নাটক প্রচার হবে।