নতুন নাটকের ডিজিটাল প্ল্যাটফর্ম রঙ্গন

‘ইটস মাই লাইফ’ নাটকের একটি দৃশ্যবিনোদন এখন কেবল বোকাবাক্সে বন্দি নয়! এখন বিশ্বজুড়ে চলছে ডিজিটাল প্ল্যাটফর্মের জয়জয়কার। পিছিয়ে নেই বাংলাদেশও। তাই ডিজিটাল বাংলাদেশের নতুন সংযোজন হলো- রঙ্গন ফিল্মস।
আসছে ঈদুল আজহায় টিভি চ্যানেলগুলোর পাশাপাশি ইউটিউবেও আসছে নিত্যনতুন নাটক। তারই ধারাবাহিকতায় এবার ঈদে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘রঙ্গন ফিল্মস’। ‘রঙ্গনে ঈদের রং’—এই ট্যাগলাইন নিয়ে ৬ মেধাবী নির্মাতার ৯টি নতুন নাটক মুক্তি পাচ্ছে ঈদ উৎসবে।
এরমধ্যে মাবরুর রশীদ বান্নাহ্ নির্মাণ করেছেন দুটি নাটক, ‘মানুষ হবো’ ও ‘বেড সিন’। কাজল আরেফিন অমির তিন নাটক- ‘জাস্ট চিল’, ‘পাসপোর্ট’ ও ‘ট্যাটু ৩’। আর বি প্রীতমের ‘আবার তোরা টুইং হ!’, রুবেল হোসেনের ‘বৃষ্টি হয়ে এলে তুমি’, তপু খানের ‘ইটস মাই লাইফ’ এবং পার্থ প্রতীম নাথের ‘হেড অর টেল’।
এই কথাগুলো জানাতে ১৮ আগস্ট দুপুরে রাজধানীর এক রোস্তোরাঁয় সাংবাদিক ডেকে নেন রঙ্গন ফিল্মসের কর্ণধার হাসিব হাসান চৌধুরী। সেখানে তিনি বললেন, ‘আমাদের ইচ্ছে টিভির পাশাপাশি অনলাইনেও ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। আশা করি আমাদের নাটকগুলো দর্শকদের ভালো লাগবে।’
রঙ্গনের প্রচার এজেন্সি মোশন রক এন্টারটেইনমেন্টের কর্ণধার মাসুদ উল হাসান জানান, এই বছরের মধ্যেই তারা আরও ২০টি মৌলিক কন্টেন্ট উন্মুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছেন।
অনুষ্ঠানে জানানো হয়, ‘মানুষ হবো’ নাটকটিতে অভিনয় করেছেন শাওন, সাবিলা নূর, আইরিন আফরোজ প্রমুখ। এটি অনলাইনে উন্মুক্ত হচ্ছে   ২১ অগাস্ট। ‘জাস্ট চিল’ নাটকে অভিনয় করেছেন আবির মির্জা, তাসনুভা এলভিন, পলাশ, সারিকা সাবাহ, আদনান ফারুক হিল্লোল প্রমুখ। এটি দেখা যাবে ২২ অগাস্ট থেকে।

‘মানুষ হবো’ নাটকের ট্রেলার:

‘আবার তোরা টুইং হ!’ নাটকটিতে অভিনয় করেছেন রিয়াজ, নোভা ফিরোজ, শাহতাজ মনিরা হাসেম প্রমুখ। এটি উন্মুক্ত হবে ২৩ অাগস্ট। ‘বৃষ্টি হয়ে এসেছিলে তুমি’তে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা প্রমুখ। এটি মুক্তি পাচ্ছে ২৪ আগস্ট। অন্যদিকে
‘ইটস মাই লাইফ’-এ অভিনয় করেছেন তামিম মৃধা, তাসনুভা তিশা প্রমুখ। এটি দেখা যাবে ২৫ অগস্ট। এদিকে সাফা কবির, তৌসিফ মাহবুব, মুনিরা মিঠু অভিনীত ‘পাসপোর্ট’ দেখা যাবে ২৬ অাগস্ট থেকে। সবশেষ ২৭ আগস্ট রঙ্গন ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে নাটক ‘হেড অর টেইল’। এতে অভিনয় করেছেন তামিম মৃধা, শামীম হাসান সরকারসহ অনেকেই।
নাটকগুলো মুক্তি পাবে ইউটিউবের এই ঠিকানায়: রঙ্গন ফিল্মস