আবিদকে উৎসর্গ করে জয়ের গাওয়া

ভিডিওতে জয় শাহরিয়ার, ডানে আবিদ শাহরিয়ার

আবিদ শাহরিয়ার। বাংলা সংগীতের এক ক্ষণজন্মা। গাইতেন মূলত রবীন্দ্রসংগীত। ক্লোজআপ ওয়ান রিয়েলিটি শো দিয়ে পলকে পরিচিত হন সব মহলে। ছড়ান গানের মুগ্ধতা। ২০১১ সালের ২৯ জুলাই কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।
হঠাৎ চলে যাওয়া সেই আবিদকে উৎসর্গ করে একটি রবীন্দ্রসংগীত গেয়ে প্রকাশ করলেন সংগীতের আরেক তরুণ তারকা জয় শাহরিয়ার। যিনি মূলত নিজের কথা-সুরেই গেয়ে থাকেন। এবারই প্রথম গাইলেন কবিগুরুর জনপ্রিয় গান ‘আমার পরান যাহা চায়’।
ঈদ উপলক্ষে সম্প্রতি গানটির ভিডিও প্রকাশ পেয়েছে আজব রেকর্ডস-এর ইউটিউব চ্যানেলে।
গানটির ভিডিও পরিচালনা করেছেন শিল্পী নিজেই। শুটিং হয়েছে দার্জিলিংয়ের টাইগার হিল ও কালিম্পঙয়ে। জয় জানান, গানের সংগীতায়োজনে গিটারে ছিলেন মাইকেল ও পিয়ানো বাজিয়েছেন ফরহাদ। শুটিং শেষে ভিডিওটি সম্পাদনা করেছেন নিলয়।
জয় শাহরিয়ার বলেন, ‘আবিদ আমাদের প্রাণের মানুষ। তার এমন প্রস্থান খুবই বেদনার দাগ এঁকে গেছে আমাদের গভীরে। এভাবে কখনও আয়োজন করে গাওয়া হয়নি কবিগুরুর গান। সত্যি বলতে আবিদের কথা মনে করেই গানটি হঠাৎ কণ্ঠে তোলা এবং প্রকাশ করা। কতটা গাইতে পেরেছি জানি না, ক্ষমাসুন্দর দৃষ্টিতে শুনবেন, নিশ্চয়ই।’

গানটির ভিডিও: