অনলাইনে হাবিবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সঙ্গে গান

হাবিব ও মারজানাএর আগে গানের মধ্যেই হাবিব ওয়াহিদের দু-চারটি কথোপকথন, সঙ্গে অভিনয়ও পাওয়া যেত। তবে এবার হলো ব্যতিক্রম। পুরো একটি গল্পে অভিনয় করলেন এ শিল্পী।
আর এর মাঝে থাকল একটি গান! গতকাল ৩০ আগস্ট এ সংগীতশিল্পী অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে। নাম 'আবার তুই'।
এটি তৈরি হয়েছে মূলত হাবিবের নতুন গান 'আবার তুই'কে ঘিরে। এতে অভিনয় করেছেন হাবিব ওয়াহিদ ও আয়েশা মারজানা। হাবিব ও মারজানা
জানা যায়, ইন্দোনেশিয়ার বালির মনোরম সব স্থানে এর দৃশ্যধারণ হয়েছে। ২২ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

হাবিব বললেন, ‘মিথ্যে নয়’ ও ‘ঝড়’ গান দুটির ভিডিওতে সংলাপ না থাকলেও আমি অভিনয় করেছিলাম। সে অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার প্রথমবারের মতো শর্টফিল্মে কাজ করলাম। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আইডিয়াটি এসেছে মূলত অংশু ভাইয়ের মাথা থেকে। গানটি শোনার পর তিনিই গল্পটি তৈরি করে আমার সঙ্গে শেয়ার করেন। চিত্রনাট্যটি আমার খুব ভালো লেগে যায়। যার ফলে অভিনয় করতে রাজি হই।’
গানটির কথা লিখেছেন রঞ্জু রেজা আর সুর-সংগীতে আছেন হাবিব নিজেই।
গতকাল সন্ধ্যায় গানচিল মিউজিক ও সিনেমার ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হয়েছে।
দেখুন হাবিবের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: