বটতলার এক দশকে নাটক ও পদক

প্রতিষ্ঠার ১০ বছর পূর্ণ করেছে দেশের অন্যতম নাট্য সংগঠন ‘বটতলা’।

গত ২৭ আগস্ট ছিল দলটির জন্মদিন। এ উপলক্ষে আজ (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। যেখানে নাটকের পাশাপাশি দেওয়া হবে পদকও।
‘বটতলা নাদিম স্মৃতি শ্রেষ্ঠ নাট্যকর্মী পদক ২০১৮’ প্রদান করা হবে এই আয়োজনে। দলটির একজন নিষ্ঠাবান কর্মী এই পদকের জন্য নির্বাচিত হবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পঞ্চাশ দশকের ঢাকার মঞ্চাভিনেত্রী মার্থা রিতা গোমেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা, আজাদ আবুল কালাম ও মোহাম্মদ বারী।
বটতলার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে থাকবে- গান, ছবি, আড্ডা, বছরব্যাপী দশক উদযাপনসূচি ও সুকুমার রায়ের ‘হেসোরাম হুঁশিয়ার এর ডায়েরী’ অবলম্বনে ইভান রিয়াজের নির্দেশনায় বিশেষ নাটক ‘বন্যথেরিয়াম’।
বটতলা জানায়, দলটির জন্মদিন উপলক্ষে এদিন ১০ বছরের কম বয়সের শিশুরা ‘বন্যথেরিয়াম’ নাটকটি দেখতে পারবে বিনামূল্যে।