দিল্লির কাঞ্জিলাল এখন ঢাকায়

প্রাঙ্গণেমোর নাট্য কর্মশালায় যোগ দিতে ভারতের নাট্যকার, অভিনেতা ও নির্দেশক অঞ্জন কাঞ্জিলাল এখন বাংলাদেশে।
অঞ্জন কাঞ্জিলালএই নাট্য সংগঠকের থিয়েটার চর্চার শুরু কলকাতায় হলেও পরবর্তীতে তিনি দিল্লিতে চলে যান এবং সেখানেই থিয়েটার চর্চা অব্যাহত রাখেন। দিল্লিতে প্রতিষ্ঠা করেন গ্রিনরুম থিয়েটার।
দিল্লিতে মাত্র ১২ শতাংশ বাঙালি। সেখানে বাংলা থিয়েটার ও সংস্কৃতি প্রতিষ্ঠার সংগ্রাম যারা করে চলেছেন তাদের মধ্যে অঞ্জন কাঞ্জিলাল অন্যতম।
দিল্লিতে দীর্ঘ ২২ বছর ধরে তিনি নিরলসভাবে বাংলা থিয়েটার চর্চা চালিয়ে যাচ্ছেন।
দিল্লিতে যাওয়ার আগে অঞ্জন কাঞ্জিলাল নাটক নিয়ে কাজ করেছেন কলকাতার পাশেই গোবরডাঙ্গায়। সেখানকার উল্লেখযোগ্য নাটকের দল নকশা’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি। তিনি রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে নাটকের ওপর মাস্টার্স করেছেন। এছাড়া তিনি কাজ করেছেন রুদ্র প্রসাদ সেনগুপ্ত, কুমার রায়, পিটার ব্রুক, মার্শাল মারশো, মনোজ মিত্র ও দেব নারায়ণ গুপ্তের সঙ্গে।
অঞ্জনের নির্দেশিত নাটকের সংখ্যা ৪০-এর অধিক। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- বিসমিল্লাহ, অসুখ, সহবাসে প্রভৃতি।
বর্তমানে অঞ্জন কাঞ্জিলাল বাংলাদেশের অন্যতম নাটকের দল প্রাঙ্গণেমোর-এর আমন্ত্রণে তাদের আয়োজিত অভিনয় বিষয়ক নাট্য কর্মশালায় প্রশিক্ষক হিসাবে অংশগ্রহণ করতে ঢাকায় অবস্থান করছেন।
৬ থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৩ দিনের এই কর্মশালাটি পরিচালনা করবেন কাঞ্জিলাল।
এই কর্মশালায় অংশগ্রহণ করবেন দেশের প্রায় ৫০ জন নাট্যকর্মী, যারা দীর্ঘদিন ধরে থিয়েটারের সাথে সম্পৃক্ত।