ইমনের টেলিভিশন ছবি ‘স্বপ্নের উড়ান’

এখনও ইমনের ধ্যান-জ্ঞান সিনেমাকে ঘিরে। তবে সংখ্যায় কম হলেও মাঝে-মধ্যে দেখা মেলে টিভি নাটকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি অভিনয় করেছেন টেলিভিশনের জন্য নির্মিত একটি ছবিতে (টেলিছবি)।
পান্থ শাহরিয়ারের রচনায় এবং সাইফুল আলম শামীমের পরিচালনায় এই টেলিছবির নাম ‘স্বপ্নের উড়ান’।
এতে ইমন ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, জান্নাতুন নুর মুন, ইকবাল হোসাইন, মতিউল আলম, মুমু, রনি, জুথি, রাজ্জাক রাজ, মুক্তা, আফিয়া, সাইফুল আলম শামীম, রাফি মামুনসহ অনেকে।
টেলিছবিটিতে দেখা যাবে, অসহায় কৃষক মাইনকা আর সুদখোর আলতাফের মধ্যদিয়ে শুরু হওয়া কষ্টের একটি গল্প। যে গল্পের মূল নায়ক অভাব, অবিচার আর অসহায়ত্ব।
পরিচালক সাইফুল আলম শামীম বললেন, ‘আমার প্রথম টেলিছবি এটি। গ্রাম ও গ্রামের মানুষের জীবন সব সময়ই আমাকে টানে। এই গল্পটিও গ্রামের প্রেক্ষাপটে আঁকা। সুদখোর মহাজনের লোভ-লালসার শিকার নাবালক একটি মেয়ে। মন্দের সঙ্গে ভালোর যুদ্ধ চিরায়ত। কিন্তু সেই যুদ্ধে আমরা ভালোর জয় দেখাতে চাই। আশা করি, টেলিছবিটি সবাই উপভোগ করবেন। ভাঁড়ামি আর কৌতুকের ভিড়ে একটি সিরিয়াস গল্প বলার চেষ্টা করেছি। বাকিটা দর্শক বিচার করবেন।’
নির্মাতা জানান, শিগগিরই চ্যানেল আইয়ে টেলিছবিটি প্রচার হবে।