একসঙ্গে ৬৫ চরিত্র

নিথর মাহবুব

নির্বাক অভিনয় বা মূকাভিনয় দিয়ে ইতোমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছেন মূকাভিনেতা নিথর মাহবুব। এবার এই শিল্পী একসঙ্গে হাজির হচ্ছেন ৬৫টি চরিত্র নিয়ে।
আর তা মূকাভিনয়ের মাধ্যমে। শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভি নিয়ে আসছে ৬৫ পর্বের তাদের নতুন অনুষ্ঠান ‘মূকাকু’। আর তাতে ‘মূকাকু’ হিসেবে হাজির হচ্ছেন নিথর মাহবুব।
এতে প্রতিটি পর্বে শিশুদের একটি করে পেশার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। আর পেশাজীবী হিসেবে উপস্থিত হবেন এই শিল্পী। এটি নির্মাণ করছেন পার্থ প্রতীম।
গত ১২ সেপ্টেম্বর বুধবার থেকে বিএফডিসির নয় নম্বর ফ্লোরে অনুষ্ঠানটির দৃশ্যধারণের কাজ চলছে। সেদিন থেকেই টানা ১৭ দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন নিথর মাহবুব।
নিথর বললেন, ‘আনন্দের মাধ্যমে বাচ্চাদের বিভিন্ন পেশার সঙ্গে পরিচয় ঘটানো এবং পাশাপাশি শরীরচর্চা শেখানো এই অনুষ্ঠানের উদ্দেশ্য। বাচ্চাদের মানসিকতার দিকে লক্ষ্য রেখে এটি তৈরি করছি।’

মূকাকু নাটকের শিল্পীরা

পর্বগুলোতে কাজ করেছেন আরও পাঁচজন শিল্পী। তারা হলেন, আকাশ, তন্বী, সিনথিয়াসহ আরও দুইজন। শিগগিরই দুরন্ত টিভিতে প্রচার হবে ‘মূকাকু’।