নীলফামারী ইপিজেডে হানিফ সংকেত

ইত্যাদি’র মঞ্চে হানিফ সংকেত/ ছবি: বাংলা ট্রিবিউননিয়মিতভাবেই দেশের শিক্ষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, গ্রামীণ সংস্কৃতি তুলে ধরে চলেছে নন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এরই ধারাবাহিকতায় এবার ‘ইত্যাদি’ টিম নিয়ে নীলফামারীর উত্তরা ইপিজেডে গেলেন অনুষ্ঠানটির প্রাণপুরুষ হানিফ সংকেত।  
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ইত্যাদির অনুষ্ঠান শুটিং করা হয়েছে এখানে। এর আগে জেলা শহরটির পৌরাণিক নীলকুঠি, নীলসাগর, ভীমের মায়ের চুলা, চিনি মসজিদ ও কুন্দুপুকুর মাজারসহ নানা ঐতিহ্যের দৃশ্যধারণ করেছে ‘ইত্যাদি’ টিম।
জানা যায়, এবারের পর্বে তুলে ধরা হবে একসময়কার মঙ্গাপীড়িত এলাকা নীলফামারীর উন্নয়নের প্রতীক উত্তরা ইপিজেডকে।
‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণের জন্য উত্তরা ইপিজেডের ভেতরে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। যেখানে গতকাল (১৮ সেপ্টেম্বর) প্রায় সাত হাজার দর্শক অংশ নেয়।  
বরাবরের মতোই ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
তিনি অনুষ্ঠান মঞ্চে জানান, আগামী ২৮ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এবারের পর্বটি প্রচার হবে।