প্রেক্ষাগৃহ সংখ্যায় দেবী ২৮, নায়ক ৮০

নায়ক ও দেবী ছবির পোস্টারশুরুটা ছোট পরিসরেই করতে চাইছিলেন ‘দেবী’র প্রযোজক জয়া আহসান। সে হিসেবে এগিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও। তাই হল সংখ্যা ২৮টি।
অপর দিকে বাপ্পি চৌধুরী-অধরা খানের ছবি ‘নায়ক’ পাচ্ছে ৮০টি প্রেক্ষাগৃহ। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির অভিনয়শিল্পীরা।

‘দেবী’ চলচ্চিত্র নিয়ে জয়া বললেন, ‘প্রথম সপ্তাহের জন্য আমরা ২৮টি হল ফিক্সড করেছি। হল মালিকদের প্রচুর আগ্রহ থাকলেও শুরুতে আমরা সীমিত আকারেই শুরু করতে চাই। এরপর এটি ধীরে ধীরে বাড়াবে।’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত এই ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর রানু চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে।
চঞ্চল চৌধুরী, জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।

নায়িকা অধরা খান বলেন, ‘৮০টি প্রেক্ষাগৃহে ছবিটি যাচ্ছে। জীবনের প্রথম চলচ্চিত্রটি এত হল পাওয়ায় আমি খুব খুশি।’

অধরা বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান।

চলতি বছরের জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হয়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মৌসুমী। জাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনি লিখেছেন দেলোয়ার হোসেন দিল।