ফের কবিগুরুর প্রেমে পরীমনি

জন্মোৎসবে পরীমনিপরীমনির প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর কাছ থেকেই ধার করেছেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম। রেখেছেন ‌‘সোনার তরী’। সেটা পুরনো প্রসঙ্গ।
এবার আরও একটি কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়টি সামনে এলো। কারণ, বিশ্বকবির কালজয়ী উপন্যাস ‘শেষের কবিতা’র লাবণ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পরীমনি। মূলত এটি হচ্ছে ওয়েব সিরিজ।
ওয়েবের জন্য পরীর এটা প্রথম কাজ।
গতকাল (২৪ অক্টোবর) ছিল পরীমনির জন্মদিন। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। এ সময় ওয়েব সিরিজে অভিনয়ের বিষয়টি জানান।
তার ভাষ্য, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টকর্মে যুক্ত হওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম। তাই যখনই প্রস্তাবটি পেয়ে রাজি হয়ে গেলাম। সিনেমা না হলেও তাতে কিছু যায় আসে না। কারণ, এখানে কবিগুরু আছেন।’
‘শেষের কবিতা’ নামের সিরিজটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। এটি প্রযোজনা করছে কলকাতার আড্ডা টাইমস। এর মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করতে যাচ্ছে।
সিরিজটির পর্ব হবে ৮টি। প্রতি পর্বের ব্যাপ্তি ১৫ মিনিট।
আগামী বছর ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে এটি প্রকাশ করা হবে অন্তর্জালে। এর শুটিং শুরু হবে ডিসেম্বরের প্রথম দিন থেকে। চলবে ঢাকা ও কলকাতার বিভিন্ন লোকেশনে।