উৎসবে উন্মুক্ত হচ্ছে আটকে থাকা ছবিটি

অভিনয়শিল্পীদের সঙ্গে নিয়ে পরিচালক (মাঝে)দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে থাকার পর গত ২৩ অক্টোবর ছাড়পত্র পায় ‘হৃদয়ের রংধনু’। তবে দেশে প্রদর্শনের আগেই চলচ্চিত্রটি জায়গা করে নিয়েছে ভারতের খ্যাতনামা উৎসব ‘গোয়া ফিল্ম বাজারে’।
গোয়ায় আয়োজনটি শুরু হয়েছে ২০ নভেম্বর থেকে। ছবিটি দেখানো হবে ২৪ নভেম্বর স্থানীয় সময় বেলা ২টায়। উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
ছবিটির নির্মাতা এখন গোয়ায় অবস্থান করছেন। সেখানে থেকে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘‘এই বাজারের ভিউ কর্নারে রয়েছে ‘হৃদয়ের রংধনু’। এখানে ছবিটির এশিয়া প্রিমিয়ার হবে। দীর্ঘ দুই বছর পর আমরা সেন্সর পেয়েছি। ছবিটি এখন মুক্তির স্বাদ পেতে যাচ্ছে। একজন পরিচালক হিসেবে আমি মনে করি, চলচ্চিত্রকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি।’’
‘হৃদয়ের রংধনু’ ছবিতে দেশি-বিদেশি শিল্পীরা অভিনয় করেছেন। এদের মধ্যে আছেন মিনা পেটকোভিচ (সার্বিয়া), শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা প্রমুখ।
২০১৪ সালে ছবিটির শুটিং শুরু হয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ছবিটির দেশের ৫৪ জেলায় দৃশ্যধারণ হয়েছে। পরিচালক জানান, আগামী বছরের শুরুর ‍দিকে ছবিটি দেশে মুক্তি দেওয়া হবে।
এদিকে গোয়া ফিল্ম ফেস্টিভালে দেশের আরও একটি সিনেমা প্রদর্শিত হচ্ছে। নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ উৎসবের ওয়ার্ল্ড সিনেমা প্যানারোমা বিভাগে দেখানো হবে।

ছবিটির ট্রেলার: