শাওন ও মৌসুমীর প্রথম দেশের গান

রেকর্ডিংয়ে শাওন গানওয়ালা ও আয়েশা মৌসুমী

বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে জিসান মাল্টিমিডিয়ার প্রযোজনায় তৈরি হলো দেশাত্মবোধক একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও আয়েশা মৌসুমী।
দুজনেই জানান, এটি তাদের গাওয়া প্রথম কোনও দেশের গান। সমস্বরে আরও বললেন, ‘এবারই প্রথম আমরা দুজন একসঙ্গে গাইলাম।’
জনি হকের লেখা এই গানটির কিছু কথা এমন, ‘তোমরা শুরু, তোমরা অশেষ, তোমরাই বাংলাদেশ।’ গানটির সুর-সংগীত করেছেন জেকে।
শাওন গানওয়ালা বলেন, ‘তরুণ প্রজন্মকে একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ করার মতো একটি গান এটি। আমার আশা, শ্রোতারা এটি শুনবেন ও অন্যকে শুনতে উদ্বুদ্ধ করবেন।’
আয়েশা মৌসুমীর আশা, বিজয় দিবসে শ্রোতাদের জন্য খুব সুন্দর একটি উপহার হতে যাচ্ছে এই গানটি। শুধু তরুণ নয়, সব বয়সী শ্রোতাদেরই গানটি মুগ্ধ করবে।
সুরকার ও সংগীত পরিচালক জেকের আহ্বান, গানটি নিজে শুনুন ও শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন। তিনি বলেন, ‘আমরা তরুণদের নিয়ে স্বপ্ন দেখি। তাদের হাতেই দেশের ভবিষ্যৎ। তরুণদের উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে আমরা দেশপ্রেমের গানটি করেছি।’
জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে আগামী ১৩ ডিসেম্বর গানটির লিরিক্যাল ভিডিও উন্মুক্ত হবে বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জিয়াউদ্দিন আলম। ইতোমধ্যে শিল্পীদ্বয়, গীতিকার ও সুরকারের অনুভূতি নিয়ে একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ হয়েছে মিডিয়া ভুবন টিভির ইউটিউব চ্যানেলে।


প্রমোশনাল ভিডিও: