আইয়ুব বাচ্চুর অজানা গল্প বলবেন তারা

ভিডিওর বিভিন্ন দৃশ্যের কোলাজগত ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চু। তার পথচলা, গানের ভুবন ও ব্যক্তিগত নানা ঘটনার পাশে ছিলেন সংগীত জগতের বেশ কিছু মানুষ।
এদের মধ্যে কয়েকজন হলেন মানাম আহমেদ, মাকসুদুল হক, লাবু রহমান, পার্থ বড়ুয়া, তন্ময় তানসেন ও বাপ্পা মজুমদার। তারা এবার প্রয়াত এ শিল্পীর নানা গল্প শোনাবেন। আর এটি ভিডিও আকারে প্রকাশ করা হবে ইউটিউবে।

গিটার সম্রাট আইয়ুব বাচ্চুকে নিয়ে এমন উদ্যোগ নিয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল। প্রতিষ্ঠানটি জানায়, শিগগিরই এগুলো প্রকাশ করা হবে তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

প্রতিষ্ঠানটির পক্ষে এক্সটারনাল কমিউনিকেশন ম্যানেজার আশিকুর রহমান বলেন, ‘কিংবদন্তির এমন গল্প তরুণদের জন্য প্রেরণা হতে পারে- এই ভাবনা থেকেই আমাদের আয়োজন। মূলত তরুণদের জন্যই এটি করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর ঢাকার বাসায় মৃত্যুবরণ করেন গুণী এই শিল্পী। তার বয়স হয়েছিল ৫৬ বছর। দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবি’র দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক। গিটারের জাদুকর হিসেবে আলাদা সুনাম ছিল তার। ভক্তদের কাছে তিনি ‘এবি’ নামে পরিচিত।