ভ্রাম্যমাণ ফটোগ্রাফার কল্যাণের কবলে ঈশানা

কল্যাণ-ঈশানাফটোগ্রাফার চরিত্রতে দেখা যাবে অভিনেতা কল্যাণ কোরাইয়াকে। তবে বিশেষ ধরনের আলোকচিত্রী তিনি। কারণ, তাকে দেখা যাবে কক্সবাজারের সৈকতে ভ্রাম্যমাণ ফটোগ্রাফার হিসেবে।
নাটকের নামও ফটোগ্রাফার। এতে তার বিপরীতে আছেন ঈশানা খান। জাহিদ বাবুলের রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা।

গল্পে দেখা যাবে, রিমলী ও চম্পা দুই বান্ধবী মিলে কক্সবাজার বেড়াতে আসে। অপরদিকে সৈকতে আলাল নামের এক ফটোগ্রাফার কিছু জিজ্ঞাসা না করেই তাদের ছবি তুলে ফেলে। রোষানলে পড়ে যায় আলাল। এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত হয় সে। কোনও উপায় না দেখে অগত্যা আলাল বলে ওঠে, আজ সারা দিন কারও ছবি তুলতে পারেনি। যদি কোনও ছবি তুলতে না পারে তাহলে তার মা’কে নিয়ে হয়তো না খেয়েই থাকতে হবে। কথাগুলো বেশ নাড়া দেয় রিমলীকে। বান্ধবীর হয়ে ক্ষমা চায় আলালের কাছে। দুজনের মধ্যে বেশ সখ্য হয়ে ওঠে। প্রায় প্রতিদিনই আলালের ক্যামেরায় ছবি তোলে রিমলী। ঢাকা থেকে রিমলীর বাবার ফোন এলে গল্প মোড় নেয় অন্যদিকে।

নাটকটির আলাল ও রিমলী চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া ও ঈশানা খান। আরও আছেন মীনাক্ষী রায়, সেলিম রেজা, প্রহর সরকার। শুক্রবার (১৪ ডিসেম্বর) এটিএন বাংলায় রাত ৯টায় প্রচার হবে এটি।ঈশানা ও কল্যাণ