মধ্যপ্রাচ্যে বাংলা চলচ্চিত্র নিয়ে দীপনের প্রতিষ্ঠান

‘মিডিয়া মেজ গাল্ফ’ সংশ্লিষ্টরাগত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দুবাইয়ের টাইম গ্র্যান্ড প্লাজা হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো চলচ্চিত্র ও মিডিয়া কমিউনিকেশনভিত্তিক প্রতিষ্ঠান মিডিয়া মেজ গাল্ফ।
এটির মূল উদ্যোক্তা ‌‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপংকর দীপন। তার সঙ্গে আছেন দুবাইয়ে বসবাসরত জিয়াউর রহমান ও আহমেদ ইখতিয়ার পাভেল।
‘প্লেস বাংলাদেশ অন গ্লোবাল ম্যাপ’ স্লোগান নিয়ে সংগঠনটি মধ্যপ্রাচ্যে বাংলা চলচ্চিত্রের প্রচার ও প্রসারে কাজ করবে।
সেই সাথে চলচ্চিত্রে বিনিয়োগ, চলচ্চিত্র নির্মাণ, দুবাইয়ে বাংলাদেশি সিনেমার শুটিং সুবিধা প্রদান এবং ভিজুয়াল কমিউনিকেশনে কাজ করবে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে মিডিয়া মেজের পরিকল্পনা সম্পর্কে বক্তব্য দেন দীপংকর দীপন। সেখানে উঠে আসে বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নে এখন প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার প্রয়োজনীয়তা ও সম্ভাবনার কথা।
প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়, ২০১৯ সালে মিডিয়া মেজ সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ৬টি সিনেমা বিপণন ও প্রদর্শন করবে।