পুরস্কারের টাকায় যা করবেন সালমান

ট্রফি হাতে সালমান আলি‘ইন্ডিয়ান আইডল টেন’ প্রতিযোগিতার বিজয়ী সালমান আলির মোবাইল ফোনের রিংটোন বেজেই চলছে! অভিনন্দন আর প্রশংসায় ভাসছেন তিনি। ভারতের হরিয়ানার ছোট্ট একটি গ্রামে বেড়ে ওঠা এই তরুণ পেয়ে গেছেন তারকা খ্যাতি।
বিজয়ী হওয়ার পর সালমান আলি বলেছেন, ‘দর্শক-শ্রোতা ও বিচারকদের ধন্যবাদ জানাই। আমার গ্রামের সবাই খুব খুশি। অনেক ফোন কল পাচ্ছি।’
অথচ একটা সময় বিয়েতে গান গেয়ে সালমান আলির পরিবার জীবিকা নির্বাহ করতো। পরিবারকে এবার দারিদ্র্যমুক্ত করতে চান ২০ বছর বয়সী এই তরুণ।
সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের এই জনপ্রিয় সংগীত প্রতিযোগিতায় সেরা হওয়ার সুবাদে সালমান আলির হাতে এসেছে ২৫ লাখ রুপি। এই টাকা দিয়ে কী করতে চান তিনি? তার উত্তর, ‘আমি খুব দরিদ্র পরিবারে বেড়ে উঠেছি। আমাদের বাড়ির অবকাঠামোর বেহাল দশা। ছাদ সংস্কার করা খুব প্রয়োজন। আমরা ঋণও নিয়েছি। পুরস্কারের টাকা দিয়ে বাড়ি সংস্কার ও ঋণ শোধ করবো।’
‘ইন্ডিয়ান আইডল টেন’-এর আগে আরেকটি সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সালমান আলি। নিজের সংগীতচর্চা প্রসঙ্গে তিনি বলেন, ‘দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি। আমাদের পরিবার বিয়ের অনুষ্ঠান গান গেয়ে রোজগার করতো। মাত্র সাত বছর বয়স থেকে আমিও তাদের সঙ্গে সংগীত পরিবেশন করছি।’
২৫ লাখ টাকার চেক ও গাড়ির চাবি হাতে সালমান আলিবলিউডে ইতোমধ্যে বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মার ‘সুঁই ধাগা: মেড ইন ইন্ডিয়া’ ছবিতে গেয়েছেন সালমান আলি। হিন্দি ছবির গানে নিয়মিত হতে চান তিনি। তার কথায়, “বলিউডে কিছু করতে চাই। বলিউড তারকাদের অনেকেই ‘ইন্ডিয়ান আইডল টেন’ প্রতিযোগিতায় অতিথি হিসেবে এসে আমার তারিফ করেছেন। তারা আমাকে সুযোগ দেবেন আশা করি। আমিও তখন নিজেকে প্রমাণ করবো।”
কখনও সুযোগ পেলে সুবিধাবঞ্চিতদের সহায়তা করতে চান বলেও জানিয়েছেন সালমান আলি।
ভারতের সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে গত ২৩ ডিসেম্বর রাতে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ট্রফি আর নগদ টাকা ছাড়াও তিনি পেয়েছেন একটি নতুন গাড়ি।