‘আগেই নেতিবাচক মন্তব্য করা ঠিক নয়’

চঞ্চল চৌধুরী/ ছবি: সাজ্জাদ হোসেনচঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। আজ (৩০ ডিসেম্বর) ভোট দিতে কেন্দ্রে যাবেন তিনি। প্রতিবারই এই কাজটি করতে তিনি ভালোবাসেন।
তিনি মনে করেন, ‘নাগরিক হিসেবে প্রতিটি মানুষের প্রধান দায়িত্ব ভোট প্রদান করা।’
ভোট নিয়ে এই তারকার পুরো মন্তব্যটি এমন, ‘অবশ্যই আমি ভোট দিতে যাবো। ভোটের আগেই অনেকে ভোট নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। কিন্তু মূল কথা হলো নির্বাচনের মাধ্যমে ভোট দেওয়ার মধ্য দিয়ে নিজের অধিকারের প্রয়োগ করতে হবে। আগেই নেতিবাচক মন্তব্য করা ঠিক নয়।’

আরও বলেন, ‘আমার কথা হলো ভোটকেন্দ্রে যান, সেখানে কোনও অন্যায় হলে তখন বলুন। ভোট দিতেই গেলাম না, কিন্তু নেতিবাচক মন্তব্য করে যাবো তা ঠিক নয়। ভোট হচ্ছে নৈতিক দায়িত্ব। একজন নাগরিকের প্রধানতম দায়িত্ব হলো ভোট প্রদান।’
এদিকে এদিন কোনও কাজ রাখেননি এই অভিনেতা। মূলত পরিবারকে সময় দেওয়া ও ভোটের খোঁজ খরব রাখবেন সারা দিন।