চলে গেলেন মৃণাল সেন

মৃণাল সেন‘নীল আকাশের নিচে’, ‘বাইশে শ্রাবণ’, ‘ভুবন সোম’-এর মতো ভুবনখ্যাত চলচ্চিত্রগুলোর নির্মাতা মৃণাল সেন আর বেঁচে নেই। আজ (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতার ভবানীপুরে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।
তার প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে একটি স্বর্ণ যুগের অবসান হলো বলে মনে করছেন চলচ্চিত্রজনেরা। জানা যায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। 
বাংলাদেশের ফরিদপুরে জন্ম নেওয়া এই কৃতী দুই বাংলাতেই বিশেষভাবে শ্রদ্ধেয়।
১৪ মে, ১৯২৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। তার স্কুল পরবর্তী ছাত্রজীবন কেটেছে কলকাতায়। হাইস্কুলের পড়া শেষ করে কলকাতায় আসেন তিনি। পদার্থবিদ্যা নিয়ে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রাজনীতির মতাদর্শে তিনি ছিলেন বামপন্থায় বিশ্বাসী।

১৯৫৫-এ ‘রাত ভোর’-এর মাধ্যমে পরিচালনা শুরু করেন মৃণাল। তাঁর পরের ছবি ‘নীল আকাশের নিচে’। ‘বাইশে শ্রাবণ’-এর মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি মেলে। তবে ১৯৬৯-এ মুক্তিপ্রাপ্ত ‘ভুবন সোম’-এর মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি আসে। ভারতের পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি।

সূত্র: আনন্দবাজার