২০১৯: প্রত্যাশা ও ইশতেহার

‘৩শ কোটি টাকার একটা প্রজেক্ট চাই’

আবদুল আজিজনতুন সরকারের কাছে তারকাদের কিছু প্রত্যাশা থাকা দরকার। একইভাবে শিল্পী হিসেবে তাদের ভক্তদের কাছেও নতুন বছরের একটা ইশতেহার দেওয়া দরকার। দুটো বিষয় নিয়ে বাংলা ট্রিবিউন আলাপ করার চেষ্টা করেছে অনেকের সঙ্গে। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক আবদুল আজিজ ‘নতুন’ দুই ইস্যুকে সামনে রেখে নিজের ‘প্রত্যাশা’ ও ‘ইশতেহার’ তুলে ধরেছেন এইভাবে-  
আমার কাছে নতুন বছরের প্রত্যাশা ও নতুন সরকারের কাছে ইশতেহার একটাই। আমি চাই এই সরকার সংসদে গিয়ে দ্রুত সময়ের মধ্যে ৩শ কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি করবে। এরপর ৩০০ সংসদ সদস্যকে এক কোটি টাকা করে বণ্টন করে দেবেন।
এরপর দ্রুত সময়ের মধ্যে প্রতি আসনে একটি করে মিনিপ্লেক্স তৈরি হবে। মানে ১০০ আসনে ১০০টি মিনিপ্লেক্স। এখানে আর কোনও কিন্তু নেই। কারণ, এখন যে টেকনোলজি এসেছে তাতে এক কোটি টাকা দিয়ে একটা মিনিপ্লেক্স খুব সহজে করা সম্ভব। দরকার শুধু সরকারের ইচ্ছা।
এটাই আমার একমাত্র ইশতেহার ও প্রত্যাশা। দেখবেন, এরপর আমাদের সিনেমা কেমন করে এগিয়ে যায় চোখের পলকে। আমি বিশ্বাস করি, এই সরকার সেই উদ্যোগটি নেবেন।