২০১৯: প্রত্যাশা ও ইশতেহার

সাংসদ ফারুককে চলচ্চিত্রের পাশে চান ফেরদৌস

ফারুক ও ফেরধৌসনতুন সরকারের কাছে তারকাদের কিছু প্রত্যাশা থাকা দরকার। একইভাবে শিল্পী হিসেবে তাদের ভক্তদের কাছেও নতুন বছরের একটা ইশতেহার দেওয়া দরকার। দুটো বিষয় নিয়ে বাংলা ট্রিবিউন আলাপ করার চেষ্টা করেছে অনেকের সঙ্গে। সেই ধারাবাহিকতায় চিত্রনায়ক ফেরদৌস জানালেন তার ‘প্রত্যাশা’ ও ‘ইশতেহার’-এর কথা।
‘আমার আপাতত একটাই চাওয়া, সংসদে আমাদের প্রতিনিধিত্ব করুক মিয়া ভাই। চলচ্চিত্রের অনেক সমস্যা আছে। ফারুক ভাই নিজে সবচেয়ে ভালো জানেন সেগুলো। এগুলো নিয়ে তিনি কাজ করুক, তা-ই চাই। তিনি সবসময় চলচ্চিত্রের পাশে ছিলেন। সমস্যাগুলো নিয়ে কাজ করেছেন। এবার ক্ষমতা তার হাতে আসবে। তিনি যেন তার সর্বোচ্চ প্রয়োগ করে আমাদের পাশে থাকেন।’ নতুন বছরের নিজের প্রত্যাশা নিয়ে এভাবেই কথা বললেন ফেরদৌস।

আর ইশতেহার প্রসঙ্গে তিনি বললেন, ‘‘আরও সুন্দর ও গোছানো বছর পার করতে চাই। গত বছরের মতো চলতি বছরেও বিচারক হিসেবে যুক্ত থাকছি। নতুন ছবির মধ্যে ‘জ্যাম’ আগে মুক্তি পাবে। ‘গাঙচিল’ ছবির কাজও শেষ করব। চলচ্চিত্র প্রযোজনা ও অভিনয়ে আরও সক্রিয় হওয়ার ইচ্ছে আছে আমার।’’