নতুন ছবি নেই, তাই পুরনো ৭ ছবি প্রেক্ষাগৃহে!

‘চাওয়া থেকে পাওয়া’ ছবিতে সালমান-শাবনূরচলতি বছরে নতুন ছবির কাজ সেভাবে এখনও শুরু হয়নি, আবার মুক্তিও পায়নি তেমন কোনও মানসম্পন্ন চলচ্চিত্র। কিন্তু এসব সাত পাঁচ ভেবে ভেবে সিনেমা হলের পর্দা তো আর ফাঁকা রাখা যায় না।
তাই অভিনব এক পদ্ধতি বের করেছে রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা কর্তৃপক্ষ। সেটি হলো, পুরনো ৭টি আলোচিত চলচ্চিত্র মুধুমিতা প্রেক্ষাগৃহে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মধুমিতা মুভিজ প্রযোজিত জনপ্রিয় এই ৭টি চলচ্চিত্র ৭ দিন চলবে। আগামী ১৮ জানুয়ারি থেকে এগুলো দেখানো হবে। ছবিগুলো হলো- নিশান, সুজন সখী, চাওয়া থেকে পাওয়া, দূরদেশ, মিসলংকা, এক মুঠো ভাত ও নাচের পুতুল।
মধুমিতা মুভিজ ও প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলতি বছর আমরা প্রচণ্ডভাবে সিনেমা সংকটে ভুগছি। নতুন চলচ্চিত্র একদমই নেই। যেগুলো পাই সেগুলো হলে তোলার মতো নয়। উপায় না দেখে নিজেদের পুরনো চলচ্চিত্রগুলো প্রদর্শনের ব্যবস্থা করলাম। পর্যায়ক্রমে প্রতিদিন একটি করে চলচ্চিত্রের প্রদর্শনী হবে। ১৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এটি চলবে।’
এদিকে এই প্রযোজক-পরিবেশক আরও জানান, চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে কলকাতার চলচ্চিত্র ‘বিসর্জন’ সাফটা চুক্তির আওতায় তারা বাংলাদেশে পরিবেশন করেন। কিন্তু দর্শকের কাছ থেকে আশানুরূপ সাড়া পাননি। তাই এর সিক্যুয়েল ‘বিজয়া’ চলতি জানুয়ারিতে আসার কথা থাকলেও তা এখন আর হচ্ছে না। আরও একটু সময় নিয়ে ছবিটির প্রচারণা ও দর্শকের আগ্রহ তৈরি করতে চান। এরপরই জয়া আহসান অভিনীত এ ছবিটি বাংলাদেশে আনবেন তিনি।