কাস্টমস দিবসে চঞ্চল চৌধুরী

নাটকের একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী

বিমানবন্দরে ডেড বডি নিয়ে এ কী করলেন অভিনেতা চঞ্চল চৌধুরী! ক্রসবর্ডার স্মাগলিং কীভাবে স্বর্ণমানবের জীবনকে ‘নো এক্সিট’ দ্বন্দ্বের মুখে ঠেলে দিলো? এর সুরাহা কীভাবে হবে?
এমন চাঞ্চল্যকর নানা ঘটনা নিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসে চ্যানেল আইতে দেখানো হবে বিশেষ নাটক ‘স্বর্ণমানব-২’।
গত বছর আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে একই চ্যানেলে প্রচার হয়েছিল ‘স্বর্ণমানব-১’। ইউটিউবে সেটি ৩৯ লাখ দর্শক দেখেছেন। সেই ধারাবাহিকতায় এবারও চাঞ্চল্যকর গোয়েন্দা গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন পর্বটি।
চঞ্চল চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন তিশা, আমানুল হক হেলাল, কচি খন্দকার, আরমান পারভেজ মুরাদ, শতাব্দী ওয়াদুদ, সুজাত শিমুল, খালিদ মাহমুদ, মাসুদ প্রমুখ।
ড. মইনুল খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। প্রচার হবে ২৬ জানুয়ারি রাত ৮টায়।