সন্‌জীদা খাতুনের ‘নজরুল মানস’

সন্‌জীদা খাতুন

সন্‌জীদা খাতুন। বাঙালি সংস্কৃতির আলোকবর্তিকা। ছায়ানটের জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছেন। একাধারে রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সংগীতজ্ঞ ও শিক্ষক। এবার প্রকাশ করছেন তার লেখা বই।
নাম ‘নজরুল মানস’।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান-কবিতা-প্রবন্ধ নিয়ে বিশ্লেষণধর্মী বই এটি।
আগামী ২৯ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় ধানমন্ডির কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে এটির মোড়ক উন্মোচন করা হবে। সঙ্গে থাকবে আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. আনিসুজ্জামান।
আলোচনায় অংশ নেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মানিক মোহাম্মদ রাজ্জাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।
বইটি একুশে বইমেলায় আনছে নবযুগ প্রকাশনী।