আলাউদ্দিন আলীর পাশে প্রধানমন্ত্রী

গণভবনে অনুদানের চেক হস্তান্তরজাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী এবং সংগীতশিল্পী আকবর আলী গাজীকে চিকিৎসার জন্য অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাউদ্দিন আলীকে ২৫ লাখ টাকা এবং আকবর আলী গাজীকে ২০ লাখ টাকা দেন তিনি। পাশাপাশি আরও দু’জন সাধারণ নাগরিককে বড় অংকের অনুদান দিয়েছেন সরকারপ্রধান।
রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে আলাউদ্দিন আলীর পক্ষে অনুদানের চেক নেন তার স্ত্রী মিমি আলাউদ্দিন। প্রখ্যাত এ সুরকার বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নানাবিধ রোগে আক্রান্ত বদিউজ্জামান সর্দার এবং মানসিক রোগে আক্রান্ত তার এক ছেলের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসেবে দেওয়া হয়।
এছাড়া রাজবাড়ীর খন্দকার কানিজ ফাতেমার চিকিৎসার জন্য ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসেবে দেন প্রধানমন্ত্রী।