বিপিএল মাঠে ‘ফাগুন হাওয়ায়’

গ্যালারিতে ‘ফাগুন হাওয়ায়’-এর শিল্পীরাদর্শকদের চোখ সবুজ ঘাস আর ২২ গজ পিচের মধ্যে নিবদ্ধ। মাঠে কখনও টানটান উত্তেজনা, কখনও আনন্দ। চোখ ফেরানোর সময় নেই। যেটুকু সময়ে চোখটা ফেরালেন গ্যালারিতে, দেখলেন- পর্দার তারকারা পাশে বসে আছেন বাস্তবে!
তাও আবার ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান, সাজু খাদেমদের মতো জনপ্রিয় শিল্পীরা! যারা সরাসরি কিংবা টিভি পর্দায় এমন দৃশ্য দেখেছেন, ফাগুনের হাওয়া নিশ্চয়ই খেলে গেছে তাদের চোখে-মুখে।
আজ (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে চলছে বিপিএলের ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্সের ডু অর ডাই ম্যাচ। রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসে এই ম্যাচটি উপভোগ করেছেন মুক্তি প্রতীক্ষিত ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রের উপরোক্ত শিল্পীরা। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তৌকীর আহমেদ।
রওনক হাসান জানান, দর্শকদের সঙ্গে খেলা দেখতে ও ছবির প্রচারণার জন্যই তারা আজ মাঠে হাজির হয়েছেন।
ছবিটি গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। তখনই এটি পরিবেশনার দায়িত্বে থাকা প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি বাংলা ট্রিবিউনকে জানান, এটির প্রচারণার জন্য নানারকম উদ্যোগ নিতে যাচ্ছেন তারা।
তারই অংশ হিসেবে আজ (৬ ফেব্রুয়ারি)) শিল্পীদের মাঠে যাওয়া।
মহান ভাষা আন্দোলনের সময়ে মফস্বলের মানুষের ভাবনা, আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’।
এখানে বিপ্লবী চরিত্র হাজির হয়েছেন সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, রওনক হাসান ও সাজু খাদেম। পাকিস্তানি কর্মকর্তা হিসেবে এসেছেন ‘লগান’-খ্যাত বলিউড অভিনেতা যশপাল শর্মা। এছাড়া আছেন ফারুক আহমেদ, হাসান আহমেদসহ অনেকে।
ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ১৫ ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে।