আবার একসঙ্গে ‘এক জীবন’ টিম!

ভিডিওতে আফ্রি ও অন্তুদূরবীন ব্যান্ডের শহীদ ও কলকাতার শুভমিতা এক হয়ে কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার মধ্যে অন্যতম মেগাহিট প্রজেক্ট ‘এক জীবন’। তাদের সফল গানের বেশিরভাগ ভিডিওতে মডেল হিসেবে পাওয়া গিয়েছে অভিনেতা অন্তু করিমকে।  
সেই সূত্রে এই ভালোবাসা দিবসে আবার এক হলো ‘এক জীবন’ টিমের প্রধান তিন তারকা। উপহার দিতে যাচ্ছেন ‘পত্র মিতা’ নামের একটি বিশেষ গান-ভিডিও। গানটির কথা ও সুর করেছেন লুৎফর হাসান, সংগীতায়োজনে আমজাদ হোসেন ও গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন তানজীম মিশু।
শহীদ জানান, ১৪ ফেব্রুয়ারির আগেই গান-ভিডিওটি প্রকাশ পাচ্ছে সিডি চয়েসের ব্যানারে। এরমধ্যে রেকর্ডিং-শুটিং শেষ।
এ প্রসঙ্গে শহীদ বলেন, ‘শুভমিতা দিদির সঙ্গে গাওয়া প্রত্যেকটি গান দর্শক-শ্রোতা দারুণভাবে গ্রহণ করেছে। এবার সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটি গান করলাম আমরা। অন্তুকে নিয়ে তৈরি হয়েছে একটি মিউজিক্যাল ফিল্মও। আশাকরি ভালো লাগবে সবার।’
শহীদ-শুভমিতা এবং অন্তু-আফ্রিমিউজিক্যাল ফিল্মটির ব্যাপারে মডেল অন্তু করিম বলেন, ‘ভিডিওতে ৯০ দশকের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কেমন ছিল তখনকার ভালোবাসার গল্পগুলো, কেমন ছিল ভ্যালেন্টাইন ডে-বিহীন ভালোবাসার দিনগুলো- এসব উঠে আসবে গল্পটিতে। আর গানটিও হয়েছে অসাধারণ।’
ভিডিওতে অন্তু করিমের সঙ্গে মডেল হয়েছেন সেলিনা আফ্রি।