একুশের গানের সুরস্রষ্টাকে নিয়ে অবস্‌কিওরের ‘সুরের বরপুত্র’

শহীদ আলতাফ মাহমুদ (বামে)। ডানে অবসকিওরের সঙ্গে শাওন

একুশের গানের সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে ব্যান্ড অবস্‌কিওর তৈরি করেছে গান। এর নাম রাখা হয়েছে ‘সুরের বরপুত্র’। গানটি উৎসর্গও করা হয়েছে তাকে।

আর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে এটি প্রচার করেছে চ্যানেল আই। আজ (২১ ফেব্রুয়ারি) এটি নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করবে অবসকিওর।

‘সুরের বরপুত্র’-এর কথা লিখেছেন লুৎফর রহমান রিটন। সুর ও সংগীতায়োজনে আছে অবস্‌কিওর। গানটির সঙ্গে যোগ করা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র কিছু অংশ গেয়েছেন শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।
গানটির কয়েকটি বাক্য এমন- ‘একাত্তরের রক্ত স্রোতে তোমার নামের দ্যুতি/তোমার সুরের ইন্দ্রজালে মুগ্ধ আমার শ্রুতি/অষ্টপ্রহর তুমি আমার কষ্ট হয়ে বাজো/হও না অতীত কী আধুনিক সমসাময়িক আজও/তোমার রক্ত অগ্নিমশাল তাই জাগিয়ে রাখে/আমার মনন আমার মেধা আমার চেতনাকে/ক্রান্তিকালের দৃপ্ত সাহস হে প্রিয় কাণ্ডারি/আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।’

গানটির দৃশ্যে শাওন মাহমুদ ও ব্যান্ড অবসকিওর

অবসকিওরের দলনেতা সাইদ হাসান টিপু জানান, শহীদ আলতাফ মাহমুদকে উৎসর্গ করে অবসকিওরের গান ‌‘সুরের বরপুত্র’ তৈরি করা হয়েছে।