বৈশাখের গান নিয়ে আসছেন কুমার বিশ্বজিৎ

কিছু দিন পরই আসছে বাংলা নতুন বছর ১৪২৬। নববর্ষকে কেন্দ্র করে বৈশাখী উৎসবে মাতবে দেশ। এবার অডিও বাজারে বৈশাখী আনন্দের অন্যতম অনুষঙ্গ হতে যাচ্ছে চিরসবুজ সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের গান।
গানের দৃশ্যে কুমার বিশ্বজিৎ

নতুন গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। ‘নতুন দিনের নতুন রঙে সবার মন দুলে যায়, চারিদিকে রঙের খেলা, গানে ছন্দ খুঁজে পায়’ কথার এ গানটি লিখেছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। এর সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। ইতোমধ্যে এর ভিডিও নির্মাণের কাজও শেষ হয়েছে।

জানা যায়, তারকাবহুল উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে গানটির ভিডিও প্রকাশিত হতে যাচ্ছে শিগগিরই।
গানটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‌‘মাস দেড়েক আগে এর রেকর্ডিং হয়েছে। দেশীয় ঐতিহ্য ও উৎসবের গান এটি। অনেক বর্ণিল গানের লিরিকটা। বাংলাদেশের ষড়ঋতুর কথা বলা হয়েছে। বৈশাখ ছাড়াও যেকোনও উৎসবে গানটি ব্যাবহার করা যাবে। সুর-সংগীতও বেশ ভালো হয়েছে।’

এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে কুমার বিশ্বজিৎকে। ফ্যাশন হাউজ বিশ্বরঙ-এর থিমসং হিসেবে তাদের ব্যানারে এটি প্রকাশ হচ্ছে। এতে মডেল হিসেবে থাকছেন ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া, মনোজ কুমার, নাবিলা, মডেল আসিফ খান, শাহেদ ফারহানসহ একঝাঁক র‌্যাম্প মডেল। ভিডিওটির তত্ত্বাবধানে আছেন বিপ্লব সাহা। গানটি বিশ্বরঙ-এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
এদিকে, কুমার বিশ্বজিৎ জানান, পহেলা বৈশাখ উপলক্ষে গানটি ছাড়াও সিলেটের টেকেরহাট অঞ্চলের বাউল সেকেন্ড শাহ’র একটি গান কণ্ঠে তুলে নিচ্ছেন তিনি। এছাড়াও প্রকাশের অপেক্ষায় তার ঝুলিতে রয়েছে বেশ কিছু নতুন গান।