৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে গান

গানটির ভিডিওতে বঙ্গবন্ধুর স্থিরচিত্র

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে একটি বিশেষ গান প্রকাশ পেয়েছে জি-সিরিজের ব্যানারে।
‘বঙ্গবন্ধুর স্বপ্ন’ শিরোনামের এই গানটি লিখে এবং সুর করে গেয়েছেন সাংবাদিক আল মাসুদ নয়ন। যদিও ইউটিউবের ক্রেডিট লাইনে শিল্পীর ছদ্মনাম হিসেবে রয়েছে আর জে নয়ন এবং গীতিকার-সুরকার হিসেবে নয়ন রাজা নামটি। এদিকে গানটির সংগীতায়োজন করেছেন বাসুদেব ঘোষ।
গানটি প্রসঙ্গে এর গীতিকার, সুরকার ও শিল্পী নয়ন বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ৩০ অক্টোবর ২০১৭ সালে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। এই গানটি তখনই লিখেছিলাম। ইচ্ছে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে একটি মিউজিক্যাল ডকুমেন্টারি বানানোর। কিন্তু আর্থিক টানাপড়েনে তা আর হয়ে ওঠেনি। তাই বাধ্য হয়ে অল্প খরচে লিরিক্যাল ভিডিওটি নির্মাণ করা হয়েছে। তবে এখনও ইচ্ছে আছে গানটির সূত্র ধরে একটি মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণ করার।’
নয়ন আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। এই বিষয়টিই গানটির বিষয়বস্তু। এটি শুনে সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

বঙ্গবন্ধুর স্বপ্ন: