বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে ‘পরিবর্তন’

54255184_413377382799239_8247680497996529664_nমার্চ মাস স্বাধীনতার মাস। সঙ্গে বঙ্গবন্ধুর জন্মদিন।  তাই বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে নির্মিত হয়েছে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর এবারের পর্ব।
এমনটাই জানান অনুষ্ঠানটির প্রধান কর্তা আনজাম মাসুদ।
পর্বটি প্রচার হবে আজ (১৭ মার্চ) রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এবারের পর্বটি সাজানো হয়েছে মোট ১৮টি পরিবেশনা দিয়ে।
থাকছে ৩টি নতুন গান। সুজন আরিফের সুর-সংগীতে একটি গান গাইবেন বিন্দু কণা। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবদান ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আব্দুল মোতালেবের কথায় বাসুদেব ঘোষের সুর-সংগীতে আরেকটি গান গাইবেন দিনাত জাহান মুন্নী।
54522286_230520437791924_6093217386406608896_nবাংলাদেশের অপার সৌন্দর্য ও অগ্রযাত্রার বিষয়কে প্রাধান্য দিয়ে জাহিদ আকবরের লেখা সুজন আরিফের সুর-সংগীতে আরেকটি গান গাইবেন এই প্রজন্মের ৪জন কণ্ঠশিল্পী- শামীম হাসান, অন্তর রহমান, বন্যা তালুকদার ও চিত্রা।
এছাড়া ফাহমিদা নবী ও আরফিন রুমির গাওয়া দুটি দেশাত্মবোধক গানের অংশবিশেষের সাথে নৃত্য পরিবেশন করবেন সোহেল রহমান ও রুহানী সাল সাবিল লাবণ্য।
সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’ পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ। 53526708_2262809677319527_6720550729251028992_n