বঙ্গবন্ধুর শৈশবের গল্প শোনাবেন শমী কায়সার

শমী ৬৬৬আজ (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। এই দিনটি উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচার হবে একটি বিশেষ অনুষ্ঠান। নাম ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’।
এই অনুষ্ঠানের সেটে বসে একদল শিশুকে বঙ্গবন্ধুর জন্ম ও শৈশবের গল্প শোনাবেন অভিনেত্রী শমী কায়সার। আর তার কাছে গল্পগুলো শুনবে জাইমা তহুরা চৌধুরী, আহনাফ ইথিকা মৌন, তাসনিম আলম ধ্রুব, ঈলিয়াহ রামীন হক বিভোর, জিনাত আহমেদ জেবা, জারিফা তাসনীম অবনী ও সিরাতিম মুস্তাকিম দিহান।
জানা গেছে, বাঙালির রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথাও আলোচনা করবেন শমী কায়সার। এতে গল্পে গল্পে ফুটে উঠবে বঙ্গবন্ধুর শিশুবান্ধব রূপ।
শমী ঙ২অনুষ্ঠানটি প্রসঙ্গে শমী কায়সার বলেন, ‘শিশু-কিশোরদের সঙ্গে আড্ডা দিতে বরাবরই আমার ভালো লাগে। দুরন্ত টিভির এই আয়োজনটি বেশ দারুণ। আশা করছি সবার ভালো লাগবে।’
জামাল হোসেন আবির এবং পার্থ প্রতিম হালদার পরিচালিত বিশেষ এই অনুষ্ঠানটি প্রচার হবে আজ (১৭ মার্চ) রাত ৯টা ৩০ মিনিটে।