তবু অবাধ্যতার নামতা মোদের জানা...

তরুন মুন্সীনব্বই দশকের সংগীতশিল্পী তরুন মুন্সী। যার কলম আর কণ্ঠ ধরে জন্ম নিয়েছে ‘চলে যদি যাবি দূরে স্বার্থপর’-এর মতো কালজয়ী গান।
ব্যান্ডের বাইরেও গীতিকার, সুরকার আর কণ্ঠশিল্পী হিসেবে বাংলা সংগীতের প্রায় সব ক্ষেত্রেই তরুন মুন্সী তার মেধার স্বাক্ষর রেখে চলছেন, আজও।
সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ করলেন নতুন গানগল্প ‘তোমার গলি’। গানটির কথা, সুর ও কণ্ঠ তরুন নিজেই দিয়েছেন। মহান ফাহিমকে সঙ্গে নিয়ে এর সংগীতায়োজনও করেছেন শিল্পী নিজেই।
গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
আমি তোমার গলির তোমার বাড়ি চিনি/ আমি শূন্য থেকে একশ গুণতে জানি/ আমার বলতে কথা তোমার সাথে মানা/ তবু অবাধ্যতার নামতা মোদের জানা/ এই শহর আমায় দেয়নি কভু কিছু/ তবু চলতে হয়েছে তারই পিছু পিছু...- এমন ভিন্ন ধাঁচের গীতিকবিতার রেশ ধরে নির্মিত হয়েছে গানটির গল্পময় ভিডিও।  
কক্সবাজারের মনোরম লোকেশনে এটি নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে মডেল হিসেবে আছেন আরেফিন ও সাদিয়া অপূর্ব। প্রেমিকরূপে আছে তরুন মুন্সীর উপস্থিতিও।
ভিডিওতে দুই মডেলের সঙ্গে তরুন মুন্সী (ডানে)গানটি প্রসঙ্গে তরুন বলেন, ‘আমি চেষ্টা করি প্রতিটি গানেই যেন শ্রোতারা ভিন্নতা খুঁজে পায়। এই গানটির মাধ্যমে নতুন ডাইমেনশনে আমাকে চিনবেন শ্রোতারা। ভালোবাসা সকল শ্রোতার জন্য। যাদের জন্য আজও গান গাওয়ার সাহস করি। আমি আশা করছি আমার এই প্রচেষ্টা সবার ভালো লাগবে।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গত ২১ মার্চ তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘তোমার গলি’ গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
তোমার গলি: