আবার মঞ্চে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’

শহীদুল জহির১৪ থেকে ২০ মার্চ টানা ৭ দিন মঞ্চায়িত হয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত নাটক ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’। মাঝে ২ দিন বিরতি নিয়ে আজ (২৩ মার্চ) থেকে ফের শিল্পকলার মঞ্চে উঠছে নাটকটি। হবে টানা ৫টি প্রদর্শনী।
নন্দিত কথাসাহিত্যিক শহীদুল জহিরের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক অনন্য উপন্যাস ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ অবলম্বনে নাটকটি মঞ্চে উঠেছে সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায়।
দুই ঘণ্টা ব্যাপ্তির এ নাটকে অভিনয় করছেন ২২ জন শিল্পী। নাটকটি প্রযোজনা করেছে নাট্যসংগঠন স্পর্ধা।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতার এই মাসে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকের মূল গল্পকার শহীদুল জহিরের আজ (২৩ মার্চ) একাদশ মৃত্যুবার্ষিকী এবং একাত্তরের সেই ভয়াবহ কালরাত্রি ২৫ মার্চকে স্মরণ করার উদ্দেশ্যে আবারও নাটকটির বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে।
মঞ্চে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’এরমধ্যে, আজ (২৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের শো শহীদুল জহির-স্মরণে উৎসর্গ করা হলো। পরের দিন ২৪ মার্চ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরেকটি প্রদর্শনী হবে। এরপর ২৫ মার্চ বিকাল ৩টা ৩০ ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পরপর দুটি প্রদর্শনী হবে। পরের তিনটি শো হবে ১৯৭১ সালের ২৫ মার্চে কালরাত্রিতে শহীদদের স্মরণে।
নাটকটিতে অভিনয় করছেন সোয়েরী সুলতানা, প্রদ্যুৎ কুমার ঘোষ, আব্দুর রাহীম, শরীফ সিরাজ, মহসিনা আক্তার, সউদ চৌধুরী, সোহেল রানা, যোজন মাহমুদ, উত্তম চক্রবর্তী, সরওয়ার জাহান উপল, পিজু পারভেজ, কৌশিক বিশ্বাস, ফয়সাল কবির সাদি, শাহীন সাইদুর, শোভন দাস, সজীব চন্দ্র সরকার, হাসান তাবিন, ইরফান উদ্দীন, সানজিদা মিশি। নেপথ্য কুশীলবের মধ্যে রয়েছেন পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, কোরিওগ্রাফিতে অমিত চৌধুরী এবং মঞ্চ নির্মাণে আমানউল্লাহ খান মোনা।মঞ্চে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’