‘শিল্প বাড়ি’তে সুবীর নন্দী

সুবীর নন্দীসুবীর নন্দী। ১৯৬৩ সালে প্রথম কণ্ঠে গান তোলেন। তখন তিনি তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলেন।

এরপর ১৯৬৭ সালে সিলেট বেতারে গান গাওয়া শুরু করেন। গানের ওস্তাদ ছিলেন গুরু বাবর আলী খান। লোকগানে ছিলেন বিদিত লাল দাশ।
তবে সুবীর নন্দী মূলত গানের জগতে আসেন ১৯৭০ সালে, ঢাকা রেডিওতে প্রথম রেকর্ডিং এর মধ্য দিয়ে। মূলত তার গাওয়া প্রথম গান ‘যদি কেউ ধূপ জ্বেলে দেয়’।
সংগীতের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন প্রায় আড়াই হাজারেরও বেশি গান। পেয়েছেন একুশে পদকসহ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তার এই দীর্ঘ গানের যাত্রা কিংবা সংগীত জীবনের দুঃখ-বেদনার কথাগুলো শেয়ার করবেন জিটিভির ‘শিল্পবাড়ি’ অনুষ্ঠানের মাধ্যমে।
সাহিত্যিক মনি হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আদিত্য নজরুল। সুবীর নন্দীর পর্বটি প্রচার হবে ৩০ মার্চ রাত ৯টায়।