সামনে এলেন বহুরূপী চঞ্চল-মিম (ভিডিও)

চঞ্চল মিম৭৭৭প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ‘নীল দরজা’ নামের এই কাজে তার বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম।
এর আগে স্থির কিছু ছবি পাওয়া গেলেও, এবার এলো পুরো চরিত্র ও কিছু ঘটনার ছায়া। প্রকাশ হয়েছে ওয়েব সিরিজটির ট্রেলার। যেখানে চঞ্চল, মিমের পাশাপাশি দেখা গেল ইন্তেখাব দিনার, শাহেদ আলী ও এবিএম সুমনকেও।
২ মিনিট ৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে বৃদ্ধরূপে স্টেশনে নামছেন চঞ্চল চৌধুরী। খুঁজতে থাকেন কোনও একটি ঠিকানা। পাশাপাশি যুবকসহ আরও দুটি চরিত্রে তাকে দেখা যায়।
অন্যদিকে দেখা যায়, লুকিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢাকছেন বিদ্যা সিনহা মিম।
ওয়েব সিরিজটিতে মির্জা চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল আর তাবাসসুম চরিত্রে আছেন মিম। গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। আলফা আই মিডিয়া প্রোডাকশন লিমিটেডের ব্যানারে এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।
সিরিজটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘পুরান ঢাকার এক বাড়িতে অদ্ভুত এক ভাড়াটিয়ার আগমন হয়। ষাটোর্ধ্ব এই বৃদ্ধ ৩ দিনের জন্য বাড়িটা ভাড়া নেন এবং ৭ দিনের অগ্রিম টাকা দিয়ে দেন। বাড়িওয়ালা চলে যাওয়ার পর কাজের বুয়াকে চিনি-দুধ ছাড়া কড়া লিকারের এক কাপ চা দিতে বলে আয়নার সামনে দাঁড়িয়ে বৃদ্ধ লোকটি তার মুখের মেকআপ তুলতে শুরু করেন! মেকআপ তোলার পর দেখা যায় তিনি বৃদ্ধ নন! তরুণ এক যুবক। নাম মির্জা এলিয়াদ, পেশায় ব্লগার। কিন্তু অনলাইন দুনিয়া তাকে চেনে বিভিন্ন নামে। অনলাইনের এই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সমাজ আর রাষ্ট্রবিরোধী লোকের মুখোশ উন্মোচন করাই তার কাজ।’
ট্রেলারটি প্রকাশিত হয়েছে বায়োস্কোপের ইউটিউব চ্যানেলে। সিরিজটি দেখা যাবে বায়োস্কোপ অরিজিনাল-এ।