যাদের হাতে পাঁচ বছরের বাচসাস পুরস্কার

ইমেরিটাস সম্মাননা হাতে সৈয়দ হাসান ইমাম, সাবিনা ইয়াসমিন ও ফরিদুর রেজা সাগর৫ এপ্রিল প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করলো দেশের সবচেয়ে প্রাচীন সাংবাদিক সংগঠন বাচসাস।
এ উপলক্ষে এদিন সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের প্রধান মিলনায়তনে সূবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করে সংগঠনটি। আসরে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের হাতে গত পাঁচ (২০১৪-২০১৮ সাল) বছরের পুরস্কার তুলে দেওয়া হয়।
আজীবন সম্মাননা পেয়েছেন আলমগীরঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। নিচে পুরস্কার প্রাপ্তদের তালিকা দেওয়া হলো-
আজীবন সম্মাননা: আলমগীর।
ইমেরিটাস সম্মাননা: সৈয়দ হাসান ইমাম (অভিনয় ও নির্মাণ), কোহিনুর আখতার সুচন্দা (অভিনয়), সাবিনা ইয়াসমিন (সংগীত), মীর্জা আবদুল খালেক (প্রদর্শক) ও ফরিদুর রেজা সাগর (প্রযোজক)।  
শ্রেষ্ঠ পরিচালক সৈকত নাসির‘স্বপ্ন ছোঁয়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূনবাচসাস পুরস্কার ২০১৪ বিজয়ী-
শ্রেষ্ঠ চলচ্চিত্র: দেশা- দ্য লিডার, শ্রেষ্ঠ পরিচালক: সৈকত নাসির (দেশা- দ্য লিডার), শ্রেষ্ঠ সংগীত পরিচালক: আহম্মেদ হুমায়ূন (স্বপ্ন ছোঁয়া), শ্রেষ্ঠ গায়ক: বেলাল খান (অল্প অল্প প্রেমের গল্প), শ্রেষ্ঠ গায়িকা: লেমিস (অগ্নি), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: চন্দন রায় চৌধুরী (দেশা- দ্য লিডার), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): তারিক আনাম খান (দেশা- দ্য লিডার), শ্রেষ্ঠ অভিনেতা: ফেরদৌস (এক কাপ চা) এবং শ্রেষ্ঠ অভিনেত্রী: মাহিয়া মাহি (দেশা- দ্য লিডার)।
শ্রেষ্ঠ সংগীত পরিচালক শওকত আলী ইমনবাচসাস পুরস্কার ২০১৫ বিজয়ী-
শ্রেষ্ঠ চলচ্চিত্র: পদ্ম পাতার জল, শ্রেষ্ঠ পরিচালক: মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ সংগীত পরিচালক: শওকত আলী ইমন (ব্ল্যাক মানি), শ্রেষ্ঠ গায়ক: আসিফ আকবর (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ গায়িকা: এলিটা করিম (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): সাদেক বাচ্চু (লাভ ম্যারেজ), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): জ্যোতিকা জ্যোতি (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ অভিনেতা: আরেফিন শুভ (ছুঁয়ে দিলে মন) এবং শ্রেষ্ঠ অভিনেত্রী: বিদ্যা সিনহা সাহা মিম (পদ্ম পাতার জল)।
শ্রেষ্ঠ গায়িকা সিঁথি সাহাবাচসাস পুরস্কার ২০১৬ বিজয়ী-
শ্রেষ্ঠ চলচ্চিত্র: অজ্ঞাতনামা, শ্রেষ্ঠ পরিচালক: তৌকীর আহমেদ (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ সংগীত পরিচালক: পিন্টু ঘোষ (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ গায়ক: ফজলুর রহমান বাবু (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ গায়িকা: সিঁথি সাহা (ভোলাতো যায় না তারে), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: রাশেদ জামান চৌধুরী (আয়নাবাজি), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): ফজলুর রহমান বাবু (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): মৌসুমী হামিদ (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২), শ্রেষ্ঠ অভিনেতা: চঞ্চল চৌধুরী (আয়নাবাজি), শ্রেষ্ঠ অভিনেত্রী: নাবিলা (আয়নাবাজি)।শ্রেষ্ঠ অভিনেত্রী নাবিলা
‘রাজনীতি’র ঘরে গেল ৪টি পুরস্কারশ্রেষ্ঠ সংগীত পরিচালক বাপ্পা মজুমদারবাচসাস পুরস্কার ২০১৭ বিজয়ী-
শ্রেষ্ঠ চলচ্চিত্র: রাজনীতি ও ঢাকা অ্যাটাক, শ্রেষ্ঠ পরিচালক: হাসিবুর রেজা কল্লোল (সত্তা), শ্রেষ্ঠ সংগীত পরিচালক: বাপ্পা মজুমদার (সত্তা), শ্রেষ্ঠ গায়ক: জেমস (সত্তা), শ্রেষ্ঠ গায়িকা: মমতাজ (সত্তা), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: আসাদুজ্জামান মজনু (রাজনীতি), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): আনিসুর রহমান মিলন (রাজনীতি), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): রুনা খান (হালদা), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): নাসরিন (সত্তা), শ্রেষ্ঠ অভিনেতা: শাকিব খান (সত্তা), শ্রেষ্ঠ অভিনেত্রী: তিশা (হালদা), শ্রেষ্ঠ অভিনেত্রী: অপু বিশ্বাস (রাজনীতি)।শ্রেষ্ঠ অভিনেতা শাকিব খান
‘দেবী’ চলচ্চিত্রের ৪টি পুরস্কার গ্রহন করেন শবনম ফারিয়াবাচসাস পুরস্কার ২০১৮ বিজয়ী-
শ্রেষ্ঠ চলচ্চিত্র: দেবী, শ্রেষ্ঠ পরিচালক: অনম বিশ্বাস (দেবী), শ্রেষ্ঠ গায়ক: ইমরান (নায়ক), শ্রেষ্ঠ গায়িকা: আঁখি আলমগীর (একটি সিনেমার গল্প), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: সাইফুল শাহীন (পোড়ামন-২), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): মিশা সওদাগর (জান্নাত), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): শবনম ফারিয়া (দেবী), শ্রেষ্ঠ অভিনেতা: সিয়াম (দহন), শ্রেষ্ঠ অভিনেত্রী: জয়া আহসান (দেবী)।পুরস্কার হাতে শবনম ফারিয়া, সিয়াম ও রুনা খান
এছাড়াও মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’র জন্য জুরি বোর্ডের বিশেষ পুরস্কার পেয়েছেন কুমার বিশ্বজিৎ আর নবাগত নায়িকা হিসেবে পেয়েছেন পূজা চেরী।জুরি বোর্ডের বিশেষ পুরস্কার পেয়েছেন কুমার বিশ্বজিৎ