বৈশাখী উৎসব আর পেশাজীবী মানুষের গল্প

ইরফান-অপর্ণার বৈশাখী আযোজনএকদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে এতে সামিল না হতে পারার কষ্ট থাকে অনেক মানুষের। এমন একটি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বৈশাখী হাওয়া’।
এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও অপর্ণা ঘোষ। মেহরাব জাহিদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন উদয় বাঙালি। সম্প্রতি রাজধানীর উত্তরার বেশ কয়েকটি স্থানে এর দৃশ্যধারণ হয়েছে।

উচ্চমূল্যের কারণে পহেলা বৈশাখে পেশাজীবী অনেক মানুষ পছন্দের পোশাক ও আনুষঙ্গিক জিনিস কিনতে পারে না- এমন একটি মানবিক বিষয় নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প। 

অপর্ণা ঘোষ বলেন, ‘এই গল্পে এক ধরনের সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরিচালক আন্তরিকতা নিয়ে চেষ্টা করেছেন গল্পটি যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তুলতে। সবার অংশগ্রহণে দারুণ একটি কাজ হয়েছে।’

নির্মাতা উদয় জানান, ‘বৈশাখী হাওয়া’ নাটকটি এসএ টিভিতে বৈশাখী আয়োজনে প্রচার হবে। এটি দেখা যাবে আগামী ১৩ এপ্রিল রাত ৯টায়।