মোশাররফ করিমের ২০ মিনিটের চলচ্চিত্র

‘লাগেজ’ এর একটি দৃশ্যঅন্তর্জালে উন্মুক্ত হলো মোশাররফ করিমের ২০ মিনিটের চলচ্চিত্র ‘লাগেজ’। এটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন।
বৈশাখ উপলক্ষে গত ৬ এপ্রিল সিনেমাটি প্রকাশ করেছে ভিডিও স্ট্রিমিং সাইট আইফ্লিক্স।
এর গল্প প্রসঙ্গে পরিচালক জানান, বাসা থেকে বের হয়ে একটা দাওয়াতে যাবেন মোশাররফ করিম। ঠিক ওই সময়ে বাড়িওয়ালার ছেলে একটা লাগেজ এনে রাখে তার ফ্ল্যাটে।
২০ মিনিট পরেই নিতে আসার কথা থাকলেও আর ফেরে না বাড়িওয়ালার ছেলে। একটা ভরা লাগেজ নিয়ে বিপদে পড়ে যায় মোশাররফ করিম। লাগেজ নিয়ে ঘটতে থাকে একের পর এক উত্তেজনাকর ঘটনা।

২০ মিনিটের এই চলচ্চিত্রে আরও কয়েকটি চরিত্রের আসা যাওয়া থাকলেও মূল গল্প মোশাররফ করিমকে ঘিরে। তিনি স্বল্পদৈর্ঘ্যটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন, ‘একটা দুর্দান্ত গল্প এটি। অনেক দিন পর মন খুলে অভিনয় করেছি।’
টিজার:


পরিচালক জানালেন, এতে আরও অভিনয় করেছেন আসমা পাঠান রুম্পা ও তাসফিয়া ফাইরোজ আনান।
‘লাগেজ’ দেখা যাবে এই লাইনে ক্লিক করে।