অবশেষে সিঙ্গাপুরের পথে সুবীর নন্দী

সুবীর নন্দীগত রাতেই (২৯ এপ্রিল) সব প্রস্তুতি চূড়ান্ত ছিল। রাত ৮টা নাগাদ সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি নামে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ১০টা নাগাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সুবীর নন্দীকে নিয়ে যাওয়া হয় সেখানে।
কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটির যান্ত্রিক ত্রুটির কারণে ফের সুবীর নন্দীকে ফিরিয়ে আনা হয় হাসপাতালে। অবশেষে যান্ত্রিক ত্রুটির সমাধান করে একুশে পদকজয়ী এই সংগীতশিল্পীকে নিয়ে আজ (৩০ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়।  
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
তিনি জানান, অ্যাম্বুলেন্সে সুবীর নন্দীর সঙ্গে গেছেন তার মেয়ে ফাল্গুনী নন্দী। দুপুর আড়াইটা নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পৌঁছানোর পর সরাসরি ভর্তি করা হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।
এর আগে ২৮ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্দেশে সুবীর নন্দীর উন্নততর চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
এদিন ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আজ (২৮ এপ্রিল) বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। এসময় তাকে সুবীর নন্দীর শারীরিক অবস্থার ব্যাপারে জানিয়েছি। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মতামত জানতে চেয়েছেন। আমি তাকে জানিয়েছি, সেই হাসপাতালের সঙ্গে আমার কথা হয়েছে। তারা কাগজপত্র দেখে সুবীর নন্দীর ট্রিটমেন্ট করতে রাজি হয়েছে। প্রধানমন্ত্রী আমার কাছ থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গেই বলেছেন দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর সব রকম ব্যবস্থা করার জন্য।’
গত ১৪ এপ্রিল থেকে আজ সকাল (৩০ এপ্রিল) পর্যন্ত সিএমএইচের চিকিৎসক ব্রিগেডিয়ার তৌফিকের তত্ত্বাবধানে ছিলেন সুবীর নন্দী। এর আগে পহেলা বৈশাখের রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একুশে পদকে ভূষিত সংগীতশিল্পী সুবীর নন্দী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা। রাতেই তাকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগে থাকতেই হার্ট অ্যাটাক করেন এই নন্দিত শিল্পী। এরপর তাকে দ্রুত লাইফ সাপোর্ট দেওয়া হয়। এখনও তিনি লাইফ সাপোর্টেই আছেন।
দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন সুবীর নন্দী। তার হার্টেও সমস্যা রয়েছে।
৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন সুবীর নন্দী। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্রে নিয়মিত গাইছেন এখনও। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ প্রকাশিত হয়। চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ চলচ্চিত্রে।
সুবীর নন্দী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চারবার। সংগীতে অবদানের জন্য এ বছর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান তিনি।

* প্রধানমন্ত্রীর নির্দেশে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সুবীর নন্দীকে