X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ১৩:১০আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৪:০৮

‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায় দীপিকা পাড়ুকোন! এই প্রথম কোনও ভারতীয় তারকা হলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ ‘ওয়াক অব ফেম’-এ জায়গা করে নিলেন। ২০২৬ সালের জন্য ঘোষিত তালিকায় ‘মোশন পিকচার’ বিভাগে জায়গা পেয়েছেন এই বলিউড অভিনেত্রী।

বলাই বাহুল্য, ‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায় নিজের নাম দেখার জন্য মুখিয়ে থাকেন হলিউডের তাবড় তারকারাও। এমনকি, চলতি বছরেও ডেমি মুর, এমিলি ব্লান্টের মতো জনপ্রিয় অভিনেত্রীদের নাম সংশ্লিষ্ট তালিকায় রয়েছে। আর সেখানেই ঠাঁই পেল দীপিকা পাড়ুকোনের নাম! দীপিকা পাড়ুকোন ২ জুলাই হলিউড চেম্বার অব কমার্সের তরফে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে জ্বলজ্বল করছে ভারতীয় এই অভিনেত্রীর নাম। তার সঙ্গে তালিকায় আরও রয়েছেন ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী ব়্যাচেল ম্যাক অ্যাডামস, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো, সেলিব্রিটি শেফ গর্ডন রামসে, টিমোথি চালামেট, স্ট্যানলিসহ আরও অনেকের নাম।

২০ জুন ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল একশো মনোনীতদের মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে। পরবর্তীতে চেম্বার্স বোর্ডের পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট তালিকা অনুমোদন করে। দীপিকা পাড়ুকোন বলা প্রয়োজন, ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমার মধ্য দিয়ে হলিউডে পা রাখেন দীপিকা পাডুকোন। সেখানে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করে হলিউডে শোরগোল ফেলে দিয়েছিলেন ‘বাজিরাও মাস্তানি’ খ্যাত অভিনেত্রী। তবে পরবর্তীতে তাকে আর কোনও হলিউড সিনেমায় দেখা না গেলেও পাশ্চাত্যের আঙিনায় তিনি যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন, তা একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তার উপস্থিতিই বুঝিয়ে দিয়েছে।

সেই ধারাবাহিকতায়, ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের একশ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম ছিল তার। দীপিকা পাড়ুকোন উল্লেখ্য, সম্প্রতি আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি করে বেশ শোরগোল ফেলে দেন দীপিকা। অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ করেছেন সমালোচনা। পরবর্তীতে তিনি অ্যাটলির ৬০০ কোটি বাজেটের সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত হন। এবার ‘হলিউড ওয়াক অব ফেম’-এ সম্মানিত হচ্ছেন দীপিকা পাড়ুকোন। সেইসাথে তিনি আবারও যেন সবাইএ মনে করিয়ে দিলেন, ফিরছেন আবার আগের দাপটেই।

সূত্র: এনডিটিভি

/সিবি/
সম্পর্কিত
অ্যাটলির সিনেমা দিয়ে ফিরছেন দীপিকা পাড়ুকোন
অ্যাটলির সিনেমা দিয়ে ফিরছেন দীপিকা পাড়ুকোন
দীপিকাকে ‘অ্যানিমেল’ নির্মাতার কটাক্ষ
দীপিকাকে ‘অ্যানিমেল’ নির্মাতার কটাক্ষ
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর সীমানা পেরিয়ে...
সন্তান জন্মের পর সীমানা পেরিয়ে...
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!