টিভি আয়োজনে নজরুল

আজ ১১ জ্যৈষ্ঠ (২৫ মে), জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এ উপলক্ষে কবির সৃষ্টি নিয়ে বিভিন্ন টিভি চ্যানেল আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানের। সেখান থেকে উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলো দেওয়া হলো-

নিশো ও অপর্ণা

তবু আমারে দেব না ভুলিতে
রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে হবে নাটক ‌‘তবু আমারে দেব না ভুলিতে’। অভিনয়ে আফরান নিশো, অপর্ণা ঘোষ, এ কে আজাদ সেতু।

নীলাম্বরি শাড়ি
চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সংগীতশিল্পী ফেরদৌস আরার নজরুলসংগীতের একক পরিবেশনায় হবে অনুষ্ঠান ‘নীলাম্বরি শাড়ি’। এতে আবৃত্তি করবেন অভিনেত্রী আফসানা মিমি।

মেহের–নেগার
আরটিভিতে রাত আটটায় থাকছে বিশেষ নাটক ‘মেহের–নেগার’। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, মনোজ কুমার প্রমুখ।

নাজিরা মৌ ও শাহদাত রাক্ষুসী:
মাছরাঙায় রাত ৮টা ৩০ মিনিটে থাকছে টেলিছবি রাক্ষুসী। অভিনয়ে শর্মীমালা, শাহাদাত, নাজিরা মৌ প্রমুখ।