যে কারণে পুরনো গানে ফিরলেন হাবিব

হাবিব ওয়াহিদ২০১২ সালে প্রকাশ পেয়েছে হাবিবের একক অ্যালবাম ‘স্বাধীন’। এরপর অনেক একক গান প্রকাশ পেলেও এটাই ছিল তার শেষ অ্যালবাম।
৭ বছরের মাথায় সেই অ্যালবামের একটি গান নতুন সংগীতায়োজনে হাজির করলেন হাবিব। নাম ‘আবার যদি আমি’। মাহবুব মহসিনের লেখা এই গানটির রিমিক্স ভার্সন প্রকাশ পেয়েছে ২৮ জুন রাতে, শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।
নতুন গান তো নিয়মিতই প্রকাশ করছেন, তবুও কেন পুরনো গানে ফেরা? জবাবে হাবিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুরনো যে গানগুলো আমার কপিরাইট করা, সেগুলোকে নতুনরূপে উপস্থাপন করার একটা পরিকল্পনা ছিল। তারই প্রথম উদাহরণ এই গানটি।’
আরেকটু বিস্তারিত বললেন এভাবে, ‘গত কয়েক বছরে আমার কিছু নতুন শ্রোতা তৈরি হয়েছে। যারা একটা বিশেষ ধারার মিউজিক শুনতে পছন্দ করে। তাই কথা-সুর ঠিক রেখে নতুন সংগীতের আবহে পুরনো গানগুলোকে নতুন করে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি নতুন গানের পাশাপাশি এই ধারাটিও অব্যাহত রাখবো।’
গেল এক বছর হাবিব ওয়াহিদ মূলত মন বসিয়েছেন নিজের অডিও-ভিডিও নির্মাণ প্রতিষ্ঠান এইচডব্লিউ প্রোডাকশনস এবং স্বনামের ইউটিউব চ্যানেল-এ। সম্ভবত তিনি চাইছেন, নতুন গানের পাশাপাশি পুরনো গানগুলোকে নিজের ইউটিউব চ্যানেলে তুলে রাখতে। যেখানে ঢুকলে শ্রোতা-দর্শকরা পাবেন পূর্ণাঙ্গ হাবিব ওয়াহিদকে।
আবার যদি আমি: