ডেঙ্গু ও গুজব সচেতনতায় রাস্তায় নামলেন তারকারা

শিল্পীদের মানববন্ধনসারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বর ও গুজব প্রতিরোধে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

৩০ জুলাই দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সামনের রাস্তায় এই মানববন্ধন হয়। এটি যৌথভাবে আয়োজন করে চলচ্চিত্র শিল্পী সমিতি ও ডিএমপি।

চলচ্চিত্র সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘দেশে চলমান বিভিন্ন গুজব, গণপিটুনিতে মানুষ হত্যা এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধে এই আয়োজন। শিল্পীরা জাতির বিবেক। তাই বিবেকের তাড়নায় আমরা সাধারণ মানুষদের সচেতন করতে চাই। গুজব প্রতিরোধে আমরা পুলিশের সাহায্য নিতে পারি।’
মানববন্ধনে অংশ নেওয়া নায়ক নিরব বলেন, ‘জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বর যে বেশ কার্যকর তা ইতোমধ্যে আমরা বুঝতে পেরেছি। তাই ছেলে ধরা বা কোনও কিছু ঘটলে এই নম্বরে ফোন দেওয়ার অনুরোধ করছি। পাশাপাশি ডেঙ্গু মশা যেন বংশ বিস্তার না করতে পারে এজন্য আমরা নিয়মিত আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখবো।’

বক্তব্য রাখছেন জায়েদ খান

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, খোরশেদ আলম খসরু, শহীদুল আলম সাচ্চু, রোজিনা, জায়েদ, নিরব, কেয়া, আমান খান, সাঞ্জু জন, জয় চৌধুরী, বিপাশা কবির, ডিএমপি পুলিশ ও তেজগাঁও জোনের পুলিশ কর্মকর্তারা।
ছবি: ওয়ালিউল বিশ্বাস