দেড় মাসেই শেষ হলো শাকিব খানের চলচ্চিত্র!

শাকিব খান। ছবি: সাজ্জাদ হোসেন১৭ জুন বেশ আয়োজন করে মহরত হয় শাকিব খান ও বুবলীর চলচ্চিত্র ‘মনের মত মানুষ পাইলাম না’। আর ৩০ জুলাই খবর এলো ছবিটি সেন্সর পেয়েছে!
অর্থাৎ শুটিং শুরুর মাত্র দেড় মাসের মাথায় মুক্তির জন্য প্রস্তুত শাকিব খান ও শবনম বুবলীর ছবিটি। অথচ শাকিব খানের ছবি মানেই বছর পার- সেই প্রচলিত ধারণা পাল্টে গেল এবার।
জানা যায়, মহরতের আগের দিন থেকে দৃশ্যধারণ শুরু হয় ছবিটির। পরিচালক জাকির হোসেন রাজু জানালেন, ছবির দৃশ্যধারণ ও এডিটিং করতে দেড় মাসেরও কম সময় লেগেছে। ২৮ জুলাই এটি জমা দেওয়া হয় সেন্সর বোর্ডে। আর গতকাল ৩০ জুলাই এটি ছাড়পত্র পেয়েছে!
সাম্প্রতিক সময়ে এত দ্রুত শাকিব খানের আর কোনও ছবির কাজ শেষ হয়নি।
বিষয়টি নিয়ে জাকির হোসেন রাজু বলেন, ‘আমাদের সব কাজ নিয়ম মাফিক হয়েছে। ইনডোর ও কিছু বাইরের শট ছিল। তাই সমস্যা হয়নি।’
তবে ঈদের মতো বড় উৎসবের এত তাড়াহুড়োর মধ্যে এটা কতটা মানসম্পন্ন হলো সেই প্রশ্ন থেকে যায়।
এদিকে জানা যায়, ‘পাসওয়ার্ড’ ছবির গানের সময়েই তুরস্কে বেশ কিছু গান চিত্রায়িত হয়। যার বেশিরভাগই ছিল ‘মনের মতো মানুষ পাইলাম না’-এর জন্য। সেগুলোই এ ছবিতে ব্যবহার করা হচ্ছে।
শাকিব খান ছবির গল্প প্রসঙ্গে বলেন, ‘এটা মিষ্টি একটি প্রেমের চলচ্চিত্র। চিরচেনা গল্প। যা দেখলেই মনে হবে এটা আমার পরিচিত ঘটনা। যেখানে একটি গ্রামের গল্প উঠে আসবে। শহরও যুক্ত হবে। আমার সাম্প্রতিক ছবির বাইরে একেবারের ভিন্নভাবে এখানে আমাকে পাওয়া যাবে।’
২০১৩ সালে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। পরে কোনও এক বিশেষ কারণে ছবিটির শুটিং হয়নি।
নতুনভাবে শুরু হওয়া এ ছবিতে অপুর স্থলাভিষিক্ত হন বুবলী। গল্পেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।