শফিকুলের অভিষেক: গল্পটা মৃত্যু ও বিয়ের (ভিডিও)

ভিডিওতে শফিকুলচ্যানেল আই আয়োজিত আলোচিত ‘গানের রাজা’ প্রতিযোগিতার অন্যতম জনপ্রিয় নাম শফিকুল ইসলাম। ৩ আগস্ট (শনিবার) ফোক ঘরানার এই কিশোরকণ্ঠের অভিষেক হলো গান বাজারে।
এদিন বিকালে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো ইমরান ফিচারিং শফিকুলের প্রথম মৌলিক গান ‘ভাবতে ঘেন্না লাগে’র ভিডিও।
যে গানের গল্পনির্ভর ভিডিওতে প্রথমবারের মতো মডেল হলেন দেশের অন্যতম অভিনেতা ফজলুর রহমান বাবু। গানটির গল্পে দেখা যাবে, মৃত্যু আর বিয়ের অসাধারণ এক হৃদয়গ্রাহী ঘটনা।
লোক আঙ্গিকের এই গানটির কথা লিখেছেন স্নোহাশীষ ঘোষ। সুর-সংগীতায়োজন করেছেন ‘গানের রাজা’ অনুষ্ঠানের অন্যতম বিচারক ইমরান মাহমুদুল। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। ফজলুর রহমান বাবু ছাড়াও এর বিভিন্ন দৃশ্যে আরও দেখা যাচ্ছে শিল্পী ইমরান মাহমুদুল ও শফিকুল এবং মডেল সারিকা সাবাহ ও বাঁধনকে।
গানটি প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘প্রতিযোগিতার দিনগুলোতে শফিকুলের মধ্যে সম্ভাবনা দেখেছি। এই গানটি যেমন চেয়েছিলাম, ও তেমনই গেয়েছে। আমি তো বলব, গানটি শ্রোতাপ্রিয়তা পাবে।’
‘ভাবতে ঘেন্না লাগে’ গানটি প্রসঙ্গে শফিকুল বলেন, ‘আমার বিচারক ইমরান মাহমুদুলের সুরে গাইতে পেরেছি, খুব ভালো লাগছে। আমি ভাগ্যবান। ভিডিওটিও অনেক ভালো হয়েছে।’
ভাবতে ঘেন্না লাগে: