আইয়ুব বাচ্চু ও হাসানের দুই গান নিয়ে জনের ‘১৯৯৬’ (ভিডিও)

আইয়ুব বাচ্চু, জন কবির ও হাসানতিন গানের অ্যালবাম (ইপি) প্রকাশ করছে গায়ক-অভিনেতা জন কবিরের নতুন ব্যান্ড ইনডালো। সেই সূত্রে গত জুনে এসেছিল ‘নতুন খামে পুরনো চিঠি’ নামের সেই অ্যালবামের প্রথম গান ‘১৯৯৬’। আর গতকাল (১৬ আগস্ট) অবমুক্ত হয়েছে দ্বিতীয় গান ‘মিথ্যা’।
দুটোই প্রকাশ হয়েছে ইনডালো মিউজিক নামের ইউটিউব চ্যানেলে।
ব্যান্ডটি জানায়, ‘১৯৯৬’ গানটি এলআরবি’র আইয়ুব বাচ্চুর ‘কিছু চাইব না’ ও আর্কের হাসানের গাওয়া ‘সুইটি’ গান থেকে তৈরি। গান দুটি ১৯৯৬ সালে প্রকাশ হয়। তাই নতুন গানটির নাম রাখা হলো ‘১৯৯৬’।
অন্যদিকে ‘মিথ্যা’ গানটি ২০০২ সালে ব্ল্যাক ব্যান্ডের প্রথম অ্যালবামে প্রকাশ হয়েছিল। সেটিই নতুন আঙ্গিকে প্রকাশ করা হয়েছে এবার।
গত জুন থেকে ইনডালো ব্যান্ডের ইপি অ্যালবামের গানগুলো প্রকাশ হচ্ছে। বাকি আছে একটি গান।
১৯৯৬:

জন কবির বাংলা ট্রিবিউন বলেন, ‘পুরনো কিছু ভালোলাগার গান থেকে অ্যালবামটি তৈরি করছি। আমরা এখনও জানি না তৃতীয় গানটি কোনটা হবে। একটু সময় নিয়ে কাজটি করব। তবে সেটিও হবে পুরনো জনপ্রিয় গানের সূত্র ধরেই।’
আপাতত কনসার্ট নিয়েই ব্যান্ডের ব্যস্ততা বলে জানালেন এই গায়ক।
 ইনডালো ব্যান্ডের সদস্যরা হলেন: ডিও হক (ড্রামস), জুবায়ের হাসান (গিটার/কণ্ঠ), বার্ট নন্দিত আড়েং (বেস/কণ্ঠ) এবং জন কবির (গিটার/কণ্ঠ)।
মিথ্যা: