চলছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার নিবন্ধন

মিসআগামী ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। প্রথমবার এই প্রতিযোগিতার মঞ্চে পা রাখছে বাংলাদেশ।
এ জন্য শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর প্রস্তুতি। এটি যৌথভাবে আয়োজন করছে রিজ ইভেন্টস, অফ ট্র্যাক ও ট্রিলজি।
এখন চলছে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন পর্ব। চলবে ২৯ আগস্ট পর্যন্ত।
নিবন্ধন কার্যক্রম শেষে অডিশন শুরু হবে। এরপর ধাপে ধাপে চূড়ান্ত করা হবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’। পাশাপাশি চলবে বিশ্ব আসরে প্রতিদ্বন্দ্বিতা করার উপযুক্ত করে গড়ে তোলার জন্য গ্রুমিং এবং ফিল্মিং রাউন্ডের কাজ।
এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য হলো ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’।
আয়োজক সূত্র জানায়, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে এ বছরের অক্টোবর মাসে।
যিনি বিজয়ী হবেন, তিনি অংশ নেবেন ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসরে।
যারা মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিতে চান, তাদের www.missuniverse.com.bd সাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।
এছাড়াও নিবন্ধন প্রক্রিয়া ও প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে facebook.com/MUBangladesh নামের পেজটিতে।